ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোহিনুর আক্তার

রোনাল্ডোর প্রেম-রোমাঞ্চ-বিয়ে

প্রকাশিত: ০৬:২৯, ২১ নভেম্বর ২০১৮

রোনাল্ডোর প্রেম-রোমাঞ্চ-বিয়ে

জুভেন্টাসের পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। অসাধারণ সব পারফর্মেন্স উপহার দিয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। মাঠের পারফর্মেন্স ছাড়াও সুদীর্ঘ ক্যারিয়ারে রোনাল্ডো আলোচনায় ছিলেন তার বান্ধবীদের নিয়ে। সিআর সেভেনের জীবনে বান্ধবীদের আনাগোনা নতুন নয়। তবে এত নারীর সঙ্গে প্রেমের পর জর্জিনা রদ্রিগেজের বাহুডোরেই থিতু হয়েছেন রোনাল্ডো। ২০১৬ সালের নবেম্বর থেকে শুরু, সেই থেকে এখনও চলছে তাদের প্রেমের দারুণ রসায়ন। জর্জিনার সঙ্গে রোনাল্ডোর এখনও বিয়ে না হলেও তাদের একটি কন্যা সন্তান রয়েছে। গত বছরের নবেম্বরে রোনালদোর ঘর আলোকিত করে আসে চতুর্থ সন্তান। রোনাল্ডোর বাকি তিন সন্তান, বোন-মা সবার সঙ্গেই বেশ ভাল সম্পর্ক জর্জিনার। রাশিয়া বিশ্বকাপের আগে জোর গুঞ্জন ছিল, বিশ্বকাপ শেষেই বিয়ের পিঁড়িতে বসবে এই জুটি। বিশ্বকাপ শেষে অবশ্য রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘটনায় সেই গুঞ্জন নিয়ে আর কোন কথাই হয়নি। তবে সম্প্রতি আবারও আলোচনায় এই জুটি। খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। পর্তুগালের অন্যতম জনপ্রিয় সংবাদপত্র ‘করিও দা মানহা’র জানায়, মায়ের পছন্দ জেনেই সম্প্রতি জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনাল্ডো। আর সেই প্রস্তাবে সাড়া দিয়েই হ্যাঁ বলেছেন জর্জিনা। শুধু তাই নয়, ইতোমধ্যে আংটিও বদল করে ফেলেছেন রোনাল্ডো-জর্জিনা জুটি। ইংলিশ গণমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, এরই মধ্যে বিয়ের জন্য পোশাক পছন্দ করা শুরু করেছেন রোনাল্ডো ও তার সন্তানের মা। শুধু তা-ই নয়, এক ধাপ এগিয়ে তারা রোনাল্ডো-জর্জিনার আংটি পরিহিত ছবিও প্রকাশ করেছে। যে ছবিতে দেখা যায়, দুজনের হাতে একই রকম আংটি, যা এনগেজমেন্ট রিং হিসেবেই দাবি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর। যদিও ঠিক কবে বিয়ে হবে তা এখনও জানা যায়নি। কোন সংবাদমাধ্যমই বিয়ের চূড়ান্ত তারিখ প্রকাশ করতে পারেনি। গত বছর বিয়ে করেন রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। মেসির নিজের শহর রোজারিওর একটি বিলাসবহুল হোটেলে বেশ ঘটা করেই বিয়ের এই অনুষ্ঠান হয়। সেই সময়ে মেসির এই বিয়েকেই বলা হয় শতাব্দীর শ্রেষ্ঠ বিয়ে। জাঁকজমকপূর্ণ সেই বিয়ের অনুষ্ঠানে অতিথি ছিলেন ২৬০ জন। তাদের মধ্যে ফুটবল স্টারসহ অন্যান্য সুপরিচিত নামী-দামী ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। ছিলেন বার্সিলোনার মেসির সতীর্থ খেলোয়াড় লুইস সুয়ারেজ, নেইমার, জেরার্ড পিকে এবং তার স্ত্রী, কলম্বিয়াার পপ স্টার শাকিরা। অতিথিদের অনেকে তাদের ব্যক্তিগত জেট বিমানে করেও আসেন বিয়েতে যোগ দিতে। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসা জনপ্রিয় এসব তারকাদের দেখতে লোকজন বিমানবন্দর ও হোটেলের আশপাশেও ভিড় করেছিল। তাদের সামাল দিতে নিরাপত্তা সদস্যদের হিমশিম খেতে হয়। দেড়শোর মতো সাংবাদিককেও এক্রিডিটেশন কার্ড দেয়া হয়েছিল। তাদের জন্য নির্ধারিত ছিল বিশেষ একটি প্রেস এরিয়া। মেসির পথে এবার হাঁটছেন রোনাল্ডোও। তবে সিআর সেভেনের বিয়ে কতটুকু নজর কাড়তে পারে ফুটবল দুনিয়ার? মেসিকে কী ছাড়িয়ে যাবেন রোনাল্ডো? সিআর সেভেনের বিয়েতে কী থাকছে চমক? ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার। মেসির সঙ্গে রোনাল্ডোর মিল রয়েছে অনেক ক্ষেত্রেই। যেমন রাশিয়া বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনার জার্সিতে খেলছেন না লিওনেল মেসি। ঠিক তেমনি পর্তুগালের জার্সিতে আর খেলছেন না রোনাল্ডো। তবে সিআর সেভেনকেও ছাড়াও উড়ছে পর্তুগাল। উয়েফা নেশন্স লীগে সর্বশেষ শনিবার ইতালির মাঠ থেকেও গোলশূন্য ড্র নিয়ে বাড়ি ফিরেছে ফার্নান্দো সান্তোসের দল। এই ড্রয়ের সৌজন্যে ইউরোপের মিনি বিশ্বকাপ খ্যাত ন্যাশন্স লীগে সবার আগে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পর্তুগাল। তারপরও সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো কেন নেই পর্তুগালের বর্তমান স্কোয়াডে? এমন সব প্রশ্নের উত্তর নিয়মিতই দিতে হচ্ছে দেশটির অভিজ্ঞ কোচ ফার্নান্দো সান্তোসকে। ইতালির বিপক্ষে ম্যাচেও যেমন এ বিষয়ে প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা। জবাবে সান্তোস বলেন, ‘এরকম প্রশ্নের উত্তর চাওয়ার কিছুই নেই। কেননা, রোনাল্ডো এখনও পর্তুগালের অংশ। আজকে যে পোস্টটা সে দিয়েছে শুধু সেটাই পড়ে দেখেন না!’ ইতালির সঙ্গে ড্র করার পরই সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টুইটারে পর্তুগালকে শুভ কামনা জানান রোনাল্ডো। সে বিষয়টিকেই তুলে ধরেন পতুগীজ কোচ। ২০১৮ বিশ্বকাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি পর্তুগাল। কিন্তু ব্যক্তিগত পারফর্মেন্সে রোনাল্ডো আলো ছড়িয়েছেন ঠিকই। কিন্তু বিশ্বকাপের পর গত গ্রীষ্মে গোটা ফুটবল দুনিয়াকে অবাক করেই স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন সিআর সেভেন। নতুন ঠিকানায় শুরুটা মোটেও ভাল করতে পারেননি সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফুটবলার। প্রথম দিকে গোলের দেখাও পাচ্ছিলেন না তিনি। শুধু তাই নয়, রোনাল্ডোর যখন গোল-খরা ঠিক তখনই গণমাধ্যমে উঠে আসে তার ৯ বছর আগের পুরনো ধর্ষণের খবর। যে কারণে মাঠ আর মাঠের বাইরে খুব খারাপ সময় পার করতে হয় তাকে। সেজন্য সিআর সেভেনও বেশি মনোযোগী হন জুভেন্টাসের হয়ে আলো ছড়াতে। সফলও হয়েছেন পঞ্চম ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ইতালিয়ান সিরি’এ লীগের জায়ান্ট ক্লাব জুভেন্টাসের জার্সিতে এখন নিয়মিতই গোলের দেখা পাচ্ছেন সাবেক রিয়াল মাদ্রিদের এই পর্তুগীজ সুপারস্টার। কিন্তু পর্তুগালের জার্সিতে না খেলানোয় এখনও সমালোচনার সম্মুখীন হচ্ছেন রোনাল্ডো। রোনাল্ডোকে ম্যাচে না পেয়ে হতাশা প্রকাশ করেছেন প্রতিপক্ষ ইতালির কোচ রবার্তো মানচিনিও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। সে মাঠে থাকলে ম্যাচটা অবশ্যই অন্য রকম হতো, কারণ তাঁর বিশেষ ক্ষমতা আছে। ওকে দেখতে পেলেই ভাল লাগত। সে মাঠে থাকলে ম্যাচটা আরও দুর্দান্ত হতো।’
×