ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে হাসপাতালে গুলি, চিকিৎসকসহ নিহত ৩

প্রকাশিত: ০৫:৪২, ২১ নভেম্বর ২০১৮

 যুক্তরাষ্ট্রে হাসপাতালে  গুলি, চিকিৎসকসহ নিহত ৩

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি হাসপাতালে এক বন্দুকধারী নির্বিচারে গুলি চালিয়ে হাসপাতালটির দুই নারী স্টাফ ও এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে। পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেল ৩টার দিকে শিকাগোর মার্সি হাসপাতালে এ ঘটনা ঘটে। -বিবিসি হাসপাতালটির যে দুই স্টাফ নিহত হয়েছেন তাদের একজন চিকিৎসক ও অপরজন ফার্মাসিউটিক্যাল সহকারী বলে জানিয়েছেন শিকাগোর মেয়র রহম ইমানুয়েল। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বন্দুকধারী গুলি বিনিময়ে নিহত হয়েছেন, তবে সে আত্মহত্যা করেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। আরেক পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি করা হলেও গুলি তার বন্দুকে লাগায় তিনি বেঁচে যান বলে জানিয়েছে পুলিশ। তার সঙ্গে সম্পর্ক ছিল এমন এক নারীর ওপর হামলা চালাতে বন্দুকধারী ওই হাসপাতালে প্রবেশ করেছিল বলে ধারণা কর্মকর্তাদের, তবে বন্দুকধারীর উদ্দেশ্য সম্পর্কে কিছু বলেননি তারা।
×