ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় সর্বাধুনিক রুশ জঙ্গীবিমান

প্রকাশিত: ০৫:৪২, ২১ নভেম্বর ২০১৮

 সিরিয়ায় সর্বাধুনিক রুশ জঙ্গীবিমান

সিরিয়া যুদ্ধে রাশিয়া তার পঞ্চম প্রজন্মের সর্বাধুনিক জঙ্গীবিমান সুখোই-৫৭ ব্যবহার করেছে। এ নিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। গত মাসে রাশিয়া এ বিমানের যুদ্ধ-সক্ষমতা পরীক্ষা করেছে। যুক্তরাষ্ট্র যে স্টিলথ এফ-২২ র‌্যাপ্টর জঙ্গীবিমান তৈরি করেছে তা মোকাবেলার জন্য রাশিয়া সুখোই এসইউ-৫৭ বিমান তৈরি করেছে। ২০১৯ সালে এ বিমান রুশ বাহিনীতে নিয়মিত যুদ্ধবিমান হিসেবে যুক্ত হবে- ডেইলি মেইল
×