ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিবেদন দাখিল না করায় এএম সিকিউরিটিজকে সতর্কপত্র

প্রকাশিত: ০৫:৩০, ২১ নভেম্বর ২০১৮

 প্রতিবেদন দাখিল না করায় এএম সিকিউরিটিজকে সতর্কপত্র

অর্থনৈতিক রিপোর্টার ॥ সমাপ্ত অর্থবছরর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন কমিশনে যথা সময়ে দাখিল না করায় এএম সিকিউরিটিজ এ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে শেয়রবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের ৬৬৬তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এএম সিকিউরিটিজ এ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন যথাসময়ে কমিশনে জমা না দিয়ে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলাম, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর বিধি ১৩(৪) ভঙ্গ করেছে। উক্ত আইন লঙ্ঘনের জন্য কমিশন প্রতিষ্ঠানটিকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
×