ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে মার্চেন্ট ব্যাংক প্রভিশন সুবিধা পাবে

প্রকাশিত: ০৫:৩০, ২১ নভেম্বর ২০১৮

 মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে মার্চেন্ট ব্যাংক প্রভিশন সুবিধা পাবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে মূল্য হ্রাসজনিত ক্ষতির বিপরীতে মার্চন্ট ব্যাংকগুলোও প্রভিশন সংরক্ষণ সুবিধা পাবে। মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৬৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে মূল্য হ্রাসজনিত কারণে এতদিন আর্থিক প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডগুলো প্রভিশন সংরক্ষণ সংক্রান্ত সুবিধা পেত। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে মার্কেন্ট ব্যাংকগুলোকেও এই সুবিধা দেয়া হবে। যা শীঘ্রই একটি নির্দেশনা আকারে জারি করা হবে। এখন থেকে মার্চেন্ট ব্যাংকগুলোকে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণে প্রভিশন সংরক্ষণ করতে হবে। এখানে বলা হয়েছে, মেয়াদী ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে: (মেয়াদী মিউচুয়াল ফান্ড ইউনিটের গড় ক্রয় মূল্য- চলতি বাজার মূল্যে নিট সম্পদ মূল্যের ৮৫%) সুবিধা দেয়া হয়েছে। এছাড়া বেমেয়াদী ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে : (বেমেয়াদী ফান্ড ইউনিটের গড় ক্রয় মূল্য- বেমেয়াদী ইউনিটের পুনঃক্রয় মূল্য এর সর্বোচ্চ ৫% ডিসকাউন্ট) প্রভিশন সংরক্ষণ সুবিধা দেয়া হবে।
×