ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক কারণে কাউকে গ্রেফতার নয়

প্রকাশিত: ০৫:১৭, ২১ নভেম্বর ২০১৮

 রাজনৈতিক কারণে কাউকে গ্রেফতার নয়

শংকর কুমার দে ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কারণে কাউকে গ্রেফতার, ধরপাকড় ও মামলা না করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে সাহায্য করার জন্য পুলিশ সদর দফতর থেকে এই ধরনের নির্দেশ দেয়া হয়েছে বলে পুলিশ সদর দফতরের দাবি। অপরদিকে নির্বাচনের সময়ের কোন গোষ্ঠী রাজনৈতিক সহিংসতা দমনে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের দায়িত্ব পালনকালে রায়ট গিয়ার সামগ্রী ব্যবহার বাধ্যতামূলকভাবে পালনের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলায় বহু পুলিশ কর্মকর্তা ও সদস্যদের আহত হওয়ার ঘটনায় কর্তব্যরত পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ সদর দফতর ও ঢাকা মহানগর পুলিশ সূত্রে এ খবর জানা গেছে। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পুলিশ কর্মকর্তাদের আচরণ বিধি মান্য করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। নির্বাচনের সময়ে সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে নির্বাচন কমিশনকে সাহায্য করতেই পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ সদর দফতরের নির্দেশে বলা হয়েছে, রাজনৈতিক কারণে কাউকে গ্রেফতার করা যাবে না। নির্বাচনকে সামনে রেখে পুলিশের বিরুদ্ধে যাতে পক্ষপাতিত্বের অভিযোগ না উঠে সেই দিকে লক্ষ্য রেখে পুলিশ কর্মকর্তাদের কর্তব্য পালনের নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনের উদ্যোগকে সফল করতে পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। কোন কোন রাজনৈতিক দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ফেলা হচ্ছে, বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে এমন অভিযোগ পাওয়ায় পুলিশ সদর দফতর থেকে পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রতি এই ধরনের নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ সদর দফতরের একজন কর্মকর্তা বলেন, পুলিশের উর্ধতন কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে না জানিয়ে কোন রাজনৈতিক মামলাও করা যাবে না বলে পুলিশ সদর দফতরের নির্দেশনায় জানানো হয়েছে। ডিএমপির একাধিক ডিসি-এডিসিসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই নির্দেশনার কথা নিশ্চিত করে তারা জানান, নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় নতুন করে আর রাজনৈতিক মামলা ও ধরপাকড় নিষেধ করা হয়েছে। তবে যাদের বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে বা যারা ওয়ারেন্টভুক্ত আসামি, তাদেরকে গ্রেফতারে কোন সমস্যা নেই। এছাড়া, রাস্তায় সরাসরি কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ আছে। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারাভিযান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, মাদকবিরোধী অভিযান, সন্ত্রাসী-অপরাধীদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান চলছে। এতে রাজনৈতিক কারণে কোন ব্যক্তি বা গোষ্ঠীকে গ্রেফতার, হয়রানি করা হয়েছে এমন অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচনের তফসিল ঘোষণার পর পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের অধিনে চলে গেছে বলে মন্তব্য করে ওই কর্মকর্তা বলেন, পুলিশ সদস্যরা কোন গোষ্ঠী বা দলের নয়, প্রজাতন্ত্রের কর্মচারী। ঢাকা মহানগর পুলিশের ডিসি মিডিয়া মাসুদুর রহমান বলেছেন, পুলিশ সদস্যদের দায়িত্ব পালনকালে নিরাপত্তা নিশ্চিত করতেও কিছু বিশেষ নির্দেশনা দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। দায়িত্ব পালনের সময় বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট, লেগ গার্ড ও রায়ট গিয়ার সামগ্রী বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে বলেছেন তিনি। পাশাপাশি ডিউটির সময় মোবাইলফোন ব্যবহার না করতে কঠোর নির্দেশনা দিয়েছেন কমিশনার। ঢাকা মহানগর পুলিশের অপরাধ বিষয়ক সভায় পুলিশ কর্মকর্তাদের প্রতি এই নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। নির্বাচনে কোন গোষ্ঠী সহিংসতার চেষ্টা করতে পারে, চড়াও হতে পারে পুলিশের ওপর। তাই পুলিশকে আত্মরক্ষার প্রস্তুতি হিসেবে রায়ট গিয়ারের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া নির্বাচনী আচরণবিধি যারা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনাও জারি করেছে পুলিশ। গত ১৪ নবেম্বর বিএনপি দলীয় মনোনয়ন ফরম বিতরণের সময়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে কর্তব্যরত পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগকালে প্রায় ৩৩ পুলিশ কর্মকর্তা ও সদস্য আহত হন। এ জন্য দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ডিসি মিডিয়ার মাসুদুর রহমান।
×