ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইসি ও পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ॥ ফখরুল

প্রকাশিত: ০৪:৫৬, ২১ নভেম্বর ২০১৮

 ইসি ও পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) ও পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন স্কাইপি বন্ধ করে সরকার ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ফখরুল বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সে বসে নির্বাচনে কারচুপির ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা খুবই স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচন কমিশনে যাদের ওপর দায়িত্ব পড়েছে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার এবং নির্বাচনের জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য তারা এখন পর্যন্ত দায়িত্ব পালন করছেন না। আমরা দাবি জানিয়েছিলাম বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের বদলি করতে হবে অথবা তাদের ক্লোজ করতে হবে। কিন্তু তা করা হয়নি। এমনকি হেডকোয়ার্টার্সে বসে যারা নির্বাচনে কারসাজি করার পরিকল্পনা করছে, তাদেরও প্রত্যাহার করা হয়নি। ফখরুল বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। নির্বাচন কমিশনের যে দায়িত্ব রয়েছে, তার কোনটিই পালন করছে না তারা। তফসিল ঘোষণার পরও বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। স্কাইপি বন্ধ করে সরকার ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করেছে- রিজভী : স্কাইপি বন্ধ করে সরকার ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
×