ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্ষতিগ্রস্ত পরিবারকে কেন কোটি টাকা দেয়া হবে না জানতে চেয়েছে হাইকোর্ট

প্রকাশিত: ০৪:৫৪, ২১ নভেম্বর ২০১৮

 ক্ষতিগ্রস্ত পরিবারকে কেন কোটি টাকা দেয়া হবে না জানতে চেয়েছে হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চলচ্চিত্র নির্মাতা রফিক শিকদারের মায়ের কিডনি প্রতিস্থাপনের সময় ভুল চিকিৎসায় মারা যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে কিডনি অপারেশনের সম্পৃক্ত দুই চিকিৎসকদের পেশাগত লাইসেন্স বাতিলের কেন নির্দেশ দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোঃ আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
×