ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডায়াগনস্টি সেন্টারের জরিমানা

প্রকাশিত: ০৪:৩৬, ২১ নভেম্বর ২০১৮

 ডায়াগনস্টি সেন্টারের জরিমানা

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২০ নবেম্বের ॥ পাঁচুরিয়ায় নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন ও মোসাম্মাত তামান্নার যৌথ নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যের কয়েকগুণ বেশি অর্থ আদায় করা হচ্ছিল। সাধারণ শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসা মানুষদেরও বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা করাতে বাধ্য করে অর্থ আদায় করা হতো এবং এসব পরীক্ষায় গুণগত মানহীন রি-এজেন্ট ব্যবহার করার অভিযোগও রয়েছে ওই ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষের বিরুদ্ধে।
×