ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বন্দুকযুদ্ধে জলদস্যু ও ২ মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০৪:২৮, ২১ নভেম্বর ২০১৮

 বন্দুকযুদ্ধে জলদস্যু ও ২ মাদক কারবারি   নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফ ও কুতুবদিয়ায় র‌্যাবের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে এক জলদস্যু ও দুই মাদককারবারি নিহত হয়েছে। টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদককারবারি নিহত ও আহত হয়েছে র‌্যাবের দুই সদস্য। ঘটনাস্থল হতে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক, ইয়াবা, অস্ত্র ও বুলেট উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে স্থলবন্দরের উত্তর পার্শ্বের ১৪নং ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, যানবাহনে করে মাদকের চালান সরবরাহের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল স্থলবন্দরের উত্তর পার্শ্বের ১৪নং ব্রিজ সংলগ্ন এলাকায় যানবাহন থামিয়ে তল্লাশি চালায়। ওইসময় মাদককারবারি ও র‌্যাব দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ময়মনসিংহ সদরের কোতোয়ালি পাড়ার আবু চৌধুরী মোড়ের আব্দুল হাকিমের পুত্র আশিক জাহাঙ্গীর (৪০) ও নারায়ণগঞ্জ তেল্লাপাড়া বড় জামে মসজিদ এলাকার আব্দুল বারেকের পুত্র আরিফ হোসেন (৩১) ঘটনাস্থলে নিহত হয়। অপরদিকে একইদিন ভোর ৪টায় জেলার কুতুবদিয়া দ্বীপে র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত কুখ্যাত জলদস্যু দিদারুল ইসলাম (৩২) নিহত হন। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। নিহত দিদার লেমশীখালী কড়লা পাড়ার মৃত ইউসুফ নবীর পুত্র।
×