ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বি’ বাড়িয়ায় নববধূকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

প্রকাশিত: ০৪:২৭, ২১ নভেম্বর ২০১৮

  বি’ বাড়িয়ায় নববধূকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ স্ত্রী মীনা (১৯) আক্তারকে হত্যার পর স্বামী হারুন মিয়া (২৫) আত্মহত্যা করেছে। সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিণবেড় ইউনিয়নের আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গত ২ মাস আগে নাসিরনগর উপজেলার নরহা গ্রামের মোঃ জামাল মিয়ার কন্যা মীনা আক্তারের সঙ্গে একই উপজেলার আলিয়ারা গ্রামের মোঃ হাছন আলীর পুত্রের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক দ্বন্দ্ব চলতে থাকে নানা কারণে। পারিবারিক দ্বন্দে¦র জের ধরেই এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। ঘটনার দিন সোমবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে হারুন তার স্ত্রী মীনাকে কুপিয়ে হত্যা করে। কিছু সময়ের মধ্যে হারুন নিজেই বুকে ছুরিকাঘাত করে আত্মহত্যা করে। খুলনায় শিক্ষিকা স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, খুলনায় ইস্মিতা মন্ডল (৩০) নামে এক কলেজ শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বয়রা এলাকার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে সোনাডাঙ্গা থানা পুলিশ। নিহত ইস্মিতা মন্ডল খুলনা সরকারী মজিদ মেমোরিয়াল সিটি কলেজের শরীরচর্চা বিভাগের শিক্ষিকা ছিলেন। লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন। মীরসরাইয়ে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা মীরসরাই, চট্টগ্রাম থেকে জানান, মীরসরাইয়ে রোমানা ইয়াছমিন কচি (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। কেরানীগঞ্জে তিন সন্তানের জননী নিজস্ব সংবাদদাতা কেরানীগঞ্জ থেকে জানান, কেরানীগঞ্জে ৩ সন্তানের জননী গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে খালাপাড় চড়াইল এলাকার ভাড়া বাসা থেকে শাহানুর আক্তার (৩৬) নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার পর পলাতক রয়েছে নিহতের স্বামী জাহাঙ্গীর হোসেন।
×