ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গার্মেন্টস কর্মী হত্যার রহস্য উদ্ঘাটন ॥ ঘাতক স্বামী গ্রেফতার

প্রকাশিত: ০৪:২৫, ২১ নভেম্বর ২০১৮

 গার্মেন্টস কর্মী হত্যার  রহস্য উদ্ঘাটন ॥ ঘাতক স্বামী  গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২০ নবেম্বর ॥ গার্মেন্টস কর্মী মল্লিকা বেগম (২৫) হত্যার তিন দিনের মধ্যে রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করেছে ঘাতক স্বামী হৃদয় হোসেন ওরফে জুয়েলকে। পুলিশ সোমবার রাতে নরসিংদীর শিবপুর এলাকা থেকে জুয়েলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার তৃতীয় স্ত্রী মল্লিকা বেগমকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার কথা স্বীকার করেছে। পুলিশ জানায়, গত শুক্রবার সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের দাপুনিয়া গ্রামবাসী স্থানীয় একটি ধানক্ষেতে অজ্ঞাত এক মহিলার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এছাড়া লাশের সঙ্গে পড়ে থাকা একটি জন্মনিবন্ধন সার্টিফিকেট, দুই জোড়া জুতা ও একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে ওই জন্মনিবন্ধনের সার্টিফিকেটের সূত্র ধরে নিহত নারীর পরিচয় শনাক্ত করে পুলিশ। ওই নারী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ভেদিকুড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে এবং নেত্রকোনা সদর উপজেলার নওধার গ্রামের হৃদয় হোসেন ওরফে জুয়েলের স্ত্রী। প্রযুক্তির সহায়তায় সোমবার রাতে জুয়েলকে নরসিংদীর শিবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জুয়েল জানায়, মল্লিকা বেগম গার্মেন্টসে কাজ করত। প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হয়। এর আগে আরও দুটি বিয়ে করে জুয়েল। কিন্তু জুয়েল মাদকাসক্ত হওয়ায় বিয়ের পর থেকে তাদের মাঝে কলহ চলছিল। সম্প্রতি মল্লিকা বেগম গাজীপুর থেকে সদর উপজেলার নন্দুরা গ্রামের জনৈকা আনোয়ারা বেগম ওরফে আনন্দীর বাড়িতে এসে আশ্রয় নেয়। এ খবর পেয়ে জুয়েল গত শুক্রবার ওই মহিলার বাড়িতে গিয়ে কৌশলে মল্লিকাকে নিয়ে যায়। সারাদিন এখানে-সেখানে ঘোরাঘুরি করার পর রাতে দাপুনিয়া গ্রামের একটি ধানক্ষেতের আল দিয়ে বাড়িতে যাওয়ার পথে পেছন থেকে গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে।
×