ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা ও দুই যুবকসহ নিহত ৮

প্রকাশিত: ০৪:২৪, ২১ নভেম্বর ২০১৮

 সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা ও  দুই যুবকসহ  নিহত ৮

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় ভৈরবে দুই যুবক, মাগুরায় দুই চালক, জামালপুরে দোকানি, ঠাকুরগাঁওয়ে গৃহবধূ, সিলেটে বৃদ্ধা ও ফরিদপুরে হেলপার নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ভৈরব মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের পার্শ্ববর্তী নরসিংদীর রায়পুরার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় বাস ও মোটরসাইলের সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী ওয়ার্কসপ কর্মচারী রিফাত (২২) ও রায়হান (২৫) নামের দুই যুবক নিহত হয়। খবর পেয়ে ভৈবর হাইত্তয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন লাশ দুটি উদ্ধার করে ভৈরবে হাইত্তয়ে থানায় নিয়ে আসে। নিহত যুবকদের বাড়ি ভৈরব শহরের তাতারকান্দি এলাকায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুর একটার দিকে হবিগঞ্জ থেকে ঢাকাগামী পালকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করার সময় ভৈরবগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুই আরোহীসহ মোটরসাইকেলটি এক শ’ গজ দূরে টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার পর এ সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মাগুরা মঙ্গলবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই অটো ও নাটা চালক নিহত হয়েছে। এরা হলো মাগুরা সদর উপজেলার পুকুরিয়া গ্রামের মমরেজ মোল্লার ছেলে অটোচালক আনিস মোল্লা (৩৬) এবং মাগুরা সদর উপজেলার গৃহ গ্রামের শহিদুল ইসলামের ছেলে নাটা চালক শিপন (১৭)। জানা যায়, সদর উপজেলার আলোকদিয়া পুকুরিয়া গ্রামে নছিমনের সঙ্গে অটোর সংঘর্ষে অটোচালক আনিস মোল্লা নিহত হয়। একই সময়ে পাইকেল গ্রামে ইট বোঝাই দেশী ইঞ্জিন চালিত নাটা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নাটা চালক শিপন নিহত হয় । জামালপুর ইসলামপুর উপজেলায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দ্রুতগামী ট্রাকচাপায় দিলিপ পাল (৫৫) নামের এক চা-দোকানি নিহত হয়েছেন। ইসলামপুর পৌর এলাকার মার্কাস মসজিদ সংলগ্ন তিন রাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিলিপ পাল ইসলামপুর পৌরসভার পালপাড়া এলাকার মৃত মদন পালের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামপুর পৌর এলাকার মার্কাস মসজিদ সংলগ্ন তিন রাস্তা মোড়ের চা দোকানি দিলিপ পাল প্রতিদিনের মতো মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তার দোকানের সামনে রাস্তায় পানি ছিটাচ্ছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দিলিপ পালকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দ্রæতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী শিউলি আরা (১৯) নামে গৃহবধূ নিহত ও তার স্বামী আশরাফুল মন্ডল (৩২) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিউলি আরা সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শাসলা পিয়ালা এলাকার আবু সাঈদ মাস্টারের মেয়ে এবং এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিউলির স্বামী আশরাফুল মন্ডল (৩২)। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল তিনটার দিকে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে নিজ বাসার দিকে যাচ্ছিলেন। ওই সময় পশু হাসপাতালের সামনে একটি মালবাহী দ্রæতগামী ট্রাক তাদের পিছন থেকে ধাক্কা দিলে স্ত্রী মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান এবং তার স্বামী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। এতে মোটরসাইকেলটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। সিলেট গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মামার বাজারে ট্রাক চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। তার নাম বিরুজা সরকার (৫৫)। তিনি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার টাকুয়া গ্রামের হরিচরণ সরকারের স্ত্রী। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে একটি যাত্রীবাহী বাসের সহযোগী সুমন সিকদার (২৯) নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ধূলদী বাসস্ট্যান্ডের নিকট ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ওই বাসের আরও চারজন যাত্রী, তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×