ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাশোগি হত্যায় অভিযুক্ত ১৮ জনের ওপর নিষেধাজ্ঞা জার্মানির

প্রকাশিত: ০৮:২২, ২০ নভেম্বর ২০১৮

 খাশোগি হত্যায় অভিযুক্ত ১৮ জনের ওপর নিষেধাজ্ঞা জার্মানির

জনকণ্ঠ ডেস্ক ॥ তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যায় অভিযুক্ত ১৮ জনের ওপর জার্মানি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে জার্মান সরকার। সোমবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক বৈঠকের সাইড লাইনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস একথা জানান। জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ‘ডিপিএ’। দ্য গার্ডিয়ান। নিষেধাজ্ঞার আওতায় ইউরোপের পাসপোর্ট-ফ্রি শেনজেন জোনের ২৬ দেশে তাদের ভ্রমণ নিষিদ্ধ থাকবে। এ জোনে আছে ইইউর ২২ দেশ এবং এর বাইরের ৪ দেশ। জার্মান পররাষ্ট্রমন্ত্রী মাস বলেন, ‘১৮ সৌদির বিরুদ্ধে ওই অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে।’। তবে বার্লিনে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রণালয়ের উপ মুখপাত্র বলেন, ‘ওই সৌদিরা খাশোগি খুনের চক্রান্তে জড়িত ১৫ জনের দলটির সদস্য এবং অন্য আরও তিন সন্দেহভাজন।’ জার্মানি এর আগে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা দিয়ে অন্যান্য ইউরোপীয় দেশকেও একই পদক্ষেপ নেয়ার আহবান জানায়। স্মর্তব্য যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই খাশোগি হত্যায় জড়িত ১৭ সৌদির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। গত ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে খাশোগি ঢোকার পর আর বেরিয়ে আসেননি। এরপর বিশ্বজুড়ে সৌদি যুবরাজের বিরুদ্ধে খাশোগিকে হত্যার নির্দেশ দেয়ার অভিযোগ ওঠে। খাশোগি নিখোঁজ হওয়া নিয়ে সৌদি আরব একাধিকবার বিবৃতি পাল্টানোর পর অবশেষে তাকে হত্যার কথা স্বীকার করে।
×