ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশে হঠাৎ স্কাইপি বন্ধ

প্রকাশিত: ০৮:১১, ২০ নভেম্বর ২০১৮

দেশে হঠাৎ স্কাইপি বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ ইন্টারনেটভিত্তিক জনপ্রিয় যোগাযোগ মাধ্যম স্কাইপি সেবা সোমবার রাতে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। একটি সূত্র জানায়, বিটিআরসি সেবাটি বন্ধের নির্দেশ দিয়েছে। বিটিআরসি অবশ্য এ অভিযোগ স্বীকার করেনি। তারা বলেছে কারিগরি ত্রুটির কারণে এ রকম সমস্যা হতে পারে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণে তারেক রহমানের অংশগ্রহণ আটকাতেই সরকার ইন্টারনেটে ভিডিও কল এ্যাপ স্কাইপি বন্ধ করে দিয়েছে। তারেক লন্ডন থেকে স্কাইপির মাধ্যমে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দুদিন ধরে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার নিচ্ছিলেন। বাংলাদেশে ফৌজদারি মামলায় দন্ডিত তারেকের এই সম্পৃক্ততা নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন দাবি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিতে অভিযোগ জানায় আওয়ামী লীগ। কিন্তু ইসি সোমবার জানায়, এ বিষয়ে তাদের কিছু করার নেই। রিজভী বলেন, ‘তাদের (ইসি) এই বক্তব্যের পরপরই আমরা জানতে পারলাম, বিটিআরসি স্কাইপি বন্ধ করে দিয়েছে। বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেছেন, তাদের পক্ষ থেকে স্কাইপি বন্ধ করা হয়নি। সোমবার রাত বারোটায় একাত্তর টিভির ‘একাত্তর জার্নাল’ অনুষ্ঠানে উপস্থাপিকার প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। তিনি বলেন, অন্য কোন কারণে স্কাইপি বন্ধ হতে পারে। বিটিআরসির পক্ষ থেকে এটা বন্ধ করা হয়নি। উপস্থাপিকা এ সময় সঠিক কারণ জানতে বিটিআরসির কোন কর্মকর্তাকে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলতে পারেন কিনা প্রশ্ন করলে বিটিআরসির চেয়ারম্যান বলেন, এত রাতে কাউকে পাওয়া যাবে না। এদিকে ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলা হলে তারা জানান, স্কাইপি আপাতত বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলেন, ‘স্কাইপি বন্ধের কোন নির্দেশনা আমরা দিইনি।’ গুলশান হেলথ ক্লাব এলাকায় মোবাইলে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবাও পাওয়া যাচ্ছে না বলে ওই এলাকার কয়েকজন জানিয়েছেন। বিএনপি নেতা রিজভী বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আওয়াজ ভেসে উঠলেই সরকার মূর্ছা যায়, আর সেজন্য দূর থেকে ভেসে আসা শব্দকেও আটকানোর জন্য তারা উঠেপড়ে লাগে। সরকার কর্তৃক তারেক রহমানের আওয়াজকে বাধা দেয়ার অর্থই হচ্ছে গণতন্ত্রের গলা টিপে ধরা।’ ‘এর মাধ্যমে আবার প্রমাণিত হলো নির্বাচনী মাঠ আওয়ামী জোটের একচেটিয়া দখলে থাকবে,’ বলেন রিজভী। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে পুলিশ আটকে রেখে স্বীকর করছে না বলে দাবি করেন তিনি। এর মধ্যে যশোরে মনোনয়নপ্রত্যাশী আবু বকর, ছাত্রদলের আব্বাস, মোঃ হোসেন, আশরাফুল ইসলাম রবিন, জাকির হোসেন, মাহবুবুল আলম, খুলনার শাহিনুর আলমের নাম বলা হয় সংবাদ সম্মেলনে। রিজভী বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ধানমন্ডি থানার সভাপতি শেখ রবিউল আলমকে সাদা পোশাকে পুলিশ রাতে তুলে নিয়ে গেছে। গুলশান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। রাত সাড়ে নয়টার দিকে চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ অভিযোগ করেন। তিনি বলেন, বিটিআরসি থেকে সব রকমের লাইন বন্ধ করা হয়েছে। ফলে সোমবার দুপুর থেকে গুলশান কার্যালয়ে কোন রকমের ইন্টারনেট লাইন পাওয়া যাচ্ছে না। (২ পৃষ্ঠা ০ কঃ দেখুন)
×