ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে দুর্বার সৌম্য

প্রকাশিত: ০৭:০৩, ২০ নভেম্বর ২০১৮

 প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে দুর্বার  সৌম্য

স্পোর্টস রিপোর্টার ॥ গত মাসের মাঝামাঝি জিম্বাবুইয়ের বিপক্ষে একদিনের প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে ফিরেছিলেন ওয়ানডে দলে। তারপর তৃতীয় ওয়ানডেতে নেমেই অপরাজিত ১১৭ রানের ইনিংস খেলেন তিনি। তবে সদ্য সমাপ্ত জাতীয় ক্রিকেট লীগেও (এনসিএল) ধারাবাহিকভাবে রান করেও জিম্বাবুইয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজে উপেক্ষিতই ছিলেন সৌম্য সরকার। তবে টপঅর্ডারদের ব্যর্থতায় এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলেই সুযোগ পেয়েছেন তিনি। তার আগে নিজেকে ক্যারিবীয়দের বিপক্ষে ঝালিয়ে নেয়ার সুযোগটা পেয়েছিলেন ২ দিনের প্রস্তুতি ম্যাচে। সেখানে সৌম্য খেলেছেন ৭৮ রানের একটি দুর্দান্ত ইনিংস। টেস্টে প্রত্যাবর্তনের ডাক পাওয়াটাকে যথার্থ প্রমাণ করেছেন এর মাধ্যমে। ক্যারিবীয়দের বিপক্ষে বৃহস্পতিবার প্রথম টেস্টে নামার আগে সবচেয়ে বড় প্রস্তুতিটা তিনিই সারলেন। ৭ উইকেটে ক্যারিবীয়রা ৩০৩ রানে প্রথম ইনিংস ঘোষণার পর ৫ উইকেটে ২৩২ রান তুলে মোক্ষম জবাবই দিয়েছে বিসিবি একাদশ। ফলে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে হওয়া ২ দিনের ম্যাচটি দুই ইনিংস খেলার পরই হয়েছে ড্র। আগেরদিন ৭ উইকেটে ৩০৩ রান তোলা ক্যারিবীয়রা আর দ্বিতীয়দিন ব্যাট হাতে নামেনি। দিনের শুরুতেই ব্যাট হাতে নামার সুযোগ পায় বিসিবি একাদশ। এনসিএলে এবার সর্বাধিক রান করা ২৩ বছর বয়সী তরুণ বাঁহাতি সাদমানের সঙ্গে সৌম্যের জুটিটা দারুণ জমে ওঠে। তারা ১২৬ রান যোগ করেন উদ্বোধনী জুটিতে। সাদমান অনেকটাই ধীরস্থির থাকলেও সৌম্য ব্যাট চালিয়েছেন ওয়ানডে মেজাজে। মাত্র ১০৩ বলে ১০ চার, ৩ ছক্কায় ৭৮ রান করেন তিনি। জোমেল ওয়ারিক্যানের বাঁহাতি স্পিনে সাজঘরে ফিরতে হয় তাকে। তবে ধারাবাহিকভাবে ভাল করার পুরস্কার হিসেবে এবার যে প্রথম টেস্টের দলে প্রত্যাবর্তন করেছেন সেই আস্থার প্রতিদান এর মাধ্যমেই দিলেন সৌম্য। প্রমাণ করলেন নিজের সামর্থ্যটাকে। সর্বশেষ কয়েকটি ইনিংসই তিনি দুর্দান্ত খেলেছেন। বিভিন্ন ফরমেটে সর্বশেষ ৮ ইনিংসে তার রান ৭১, ৭৬, ১০২*, ৬৬, ১১৭, ৮৩, ২৬ ও ৭৮। দুই সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরিসহ ৮৮.৪৩ গড়ে ৬১৯ রান। অথচ এই ইনিংসগুলো তাকে খেলতে হয়েছে খুলনা থেকে সাভার, সাভার থেকে খুলনা এবং খুলনা থেকে চট্টগ্রাম ও চট্টগ্রাম থেকে বগুড়া যাতায়াত করে। প্রতিটির মাঝে সর্বোচ্চ দু’দিন করে বিরতি পেয়েছেন। তবে জিম্বাবুইয়ের বিপক্ষে ২ টেস্টের সিরিজে তাকে দলে নেয়া হয়নি। ইমরুল কায়েস ও লিটন দাস ব্যর্থ হওয়ার কারণে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট দলে ফিরেছেন সৌম্য। তার আগে এই ইনিংসটি তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিল অনেকখানি। সৌম্যকে দারুণ সঙ্গ দিয়েছেন সাদমান। আন্তর্জাতিক কোন দলের বিপক্ষে এমন ম্যাচ এই প্রথম খেলতে নেমে তিনি দীর্ঘক্ষণ উইকেটে থেকেছেন। শেষ পর্যন্ত ১৬৯ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৩ রান করার পর রানআউটের খপ্পরে পড়ে সাজঘরে ফিরেছেন। তবে টেস্ট দল থেকে ছিটকে যাওয়া লিটন, নাজমুল হোসেন শান্ত ব্যর্থ হয়েছেন। শান্ত ২১ রান করতে পারলেও লিটন ৬ নম্বরে নেমে ফিরে গেছেন মাত্র ১ রানে। তবে এতে খুব একটা সমস্যা হয়নি বিসিবি একাদশের। মিঠুন ৭০ বলে ২৭ রানের হার না মানা একটি ধৈর্যশীল ইনিংস খেলেছেন এবং ক্যারিবীয় বোলারদের সুযোগ দেননি তাকে শিকার করার। ৫ উইকেটে ২৩২ রান তোলার পর উভয়দলই ড্র মেনে নেয়। ক্যারিবীয় পেসার শ্যানন গ্যাব্রিয়েল তার গতির ভীতি ছড়িয়ে ২ উইকেট শিকার করেছেন। মোট ৯ জনকে বোলিং করিয়ে সফরকারীরা অনুশীলনটা ভালই সেরেছে। বাংলাদেশ দলের জন্য অনুশীলনটা খারাপ হয়নি। প্রথম টেস্টের দলে ডাক পাওয়া সৌম্য ও সাদমান দারুণ ব্যাটিং করেছেন। মিঠুনেরও ব্যাট হাতে ভাল অনুশীলন হয়েছে। আগেরদিন বল হাতে তরুণ অফস্পিনার নাইম হাসানও ভালভাবে প্রস্তুতি সারতে পেরেছেন। এবার টেস্টে নামার অপেক্ষা তাদের। স্কোর ॥ ওয়েস্ট ইন্ডিজ একাদশ প্রথম ইনিংস ॥ ৩০৩/৭; ডিক্লে. ৮৬.৩ ওভার (হোপ ৮৮, পাওয়েল ৭২, চেস ৩৫, হেটমায়ার ২৪, ডাওরিচ ২৪; নাইম ২/১০৪, সৌম্য ১/১০)। বিসিবি একাদশ প্রথম ইনিংস ॥ ২৩২/৫; ৭৫ ওভার (সৌম্য ৭৮, সাদমান ৭৩, মিঠুন ২৭*, শান্ত ২১, জাকির ১৮, লিটন ১, রাব্বি ২; গ্যাব্রিয়েল ২/২৪, রোচ ১/১৮)। ফল ॥ ড্র।
×