ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় যুব আরচারি চ্যাম্পিয়নশিপ শুরু

প্রকাশিত: ০৭:০২, ২০ নভেম্বর ২০১৮

জাতীয় যুব আরচারি চ্যাম্পিয়নশিপ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার থেকে টঙ্গীর আরচারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসানউল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে ‘তীর জাতীয় যুব আরচারি চ্যাম্পিয়নশিপস’ শুরু হয়েছে। উদ্বোধনী দিনে কোয়ালিফিকেশন রাউন্ডের খেলায় জুনিয়র ক্যাটাগরিতে (অনুর্ধ-২০) রিকার্ভ বালক এককে তামিমুল ইসলাম (বিকেএসপি) ৬৫০ স্কোর করে প্রথম, নাইমুর রহমান (কোয়ান্টাম স্পোর্টিয়াম) ৫৯০ স্কোর করে দ্বিতীয় এবং আফজাল হোসেন (বিকেএসপি) ৫৮৪ স্কোর করে তৃতীয় এবং রিকার্ভ বালিকা এককে বর্ষা খাতুন (তীরন্দাজ সংসদ) ৫৮৮ স্কোর করে প্রথম, হিরা মনি (বিকেএসপি) ৫০৯ স্কোর করে দ্বিতীয় ও জান্নাতুল ফেরদৌস (বিকেএসপি) ৪০৬ স্কোর করে তৃতীয়, কম্পাউন্ড বালিকা এককে রিতু আক্তার (তীরন্দাজ সংসদ) ৬৪৮ স্কোর করে প্রথম, মোসাম্মৎ হুমায়রা (বিকেএসপি) ৬১৯ স্কোর করে দ্বিতীয় ও নাহিদা আক্তার (তীরন্দাজ সংসদ) ৫৯৪ স্কোর করে তৃতীয়; ক্যাডেট ক্যাটাগরিতে (অনুর্ধ-১৭) রিকার্ভ বালক এককে ইব্রাহিম শেখ রেজোয়ান (তীরন্দাজ সংসদ) ৬৬২ স্কোর করে প্রথম, হাকিম আহমেদ রুবেল (বিকেএসপি) ৬৫৮ স্কোর করে দ্বিতীয় ও সাকিব মোল্লা (তীরন্দাজ সংসদ) ৬৫০ স্কোর করে তৃতীয়, রিকার্ভ বালিকা এককে দিয়া সিদ্দিকী (বিকেএসপি) ৬৩৪ স্কোর করে প্রথম, রাবেয়া খাতুন (বিকেএসপি) ৬১৯ স্কোর করে দ্বিতীয় ও রাদিয়া আক্তার শাপলা (বিকেএসপি) ৬১৮ স্কোর করে তৃতীয়; কম্পাউন্ড বালক এককে সিয়াম সিদ্দিক (তীরন্দাজ সংসদ) ৬৭৪ স্কোর করে প্রথম, রবিউল ইসলাম (তীরন্দাজ সংসদ) ৬৬৭ স্কোর করে দ্বিতীয় ও হিমু বাছার (বিকেএসপি) ৬৫০ স্কোর করে তৃতীয় এবং কম্পাউন্ড বালিকা এককে বন্যা আক্তার (তীরন্দাজ সংসদ) ৬৬৭ স্কোর করে প্রথম, পুষ্পিতা জামান (বিকেএসপি) ৫৬৯ স্কোর করে দ্বিতীয় ও সেতু আক্তার (বিকেএসপি) ৫৫৩ স্কোর করে তৃতীয় স্থান অর্জন করেন। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিটি গ্রুপের নির্বাহী পরিচালক শোয়েব মোঃ আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।
×