ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক প্রীতি ফুটবল

মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

প্রকাশিত: ০৭:০২, ২০ নভেম্বর ২০১৮

 মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আবারও মাঠে নামছে বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। ইংল্যান্ডে আজ রাত ১টা ৩০ মিনিটে আফ্রিকান শক্তি ক্যামেরুনের বিরুদ্ধে খেলবে নেইমারের দল। আর চারদিনের ব্যবধানে ফের কনকাকাফ অঞ্চলের দল মেক্সিকোর মুখোমুখি হচ্ছে লিওনেল মেসিহীন আর্জেন্টিনা। এই ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায়। নিজেদের সর্বশেষ ম্যাচে ব্রাজিল ১-০ গোলে হারায় উরুগুয়েকে। আর আর্জেন্টিনা ২-০ ব্যবধানে পরাজিত করে মেক্সিকোকে। জয়ের ধারা ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামতে যাচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুই পরাশক্তি। ম্যাচটিতে মাঠে নামার আগে ব্রাজিল কোচ টিটে জানিয়েছেন তিনি ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্ডিওলাকে অনুসরণ করছেন। এ প্রসঙ্গে টিটে বলেন, টানা তৃতীয় ম্যাচে (আসলে পাঁচ ম্যাচে) আমাদের জাল অক্ষত থাকলো। বিশেষ করে ইংল্যান্ডে আমি যখন ম্যানচেস্টার সিটিকে দেখি, তারা যেভাবে খেলায় ভারসাম্য রাখে আমরাও নিজেদের খেলায় তেমনটা চেষ্টা করছিলাম। ক্যামেরুনের বিরুদ্ধেও নিজেদের জাল অক্ষত রেখে জয়ের ছক কষছেন সেলেসাও বস। অন্যদিকে উরুগুয়ের কঠিন বাধা পেরিয়ে জয় পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন নেইমার। তবে নিজেদের উন্নতির প্রয়োজনীয়তাও দেখছেন ব্রাজিলের অধিনায়ক। আগের চার ম্যাচের প্রথম তিনটিতে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, এল সালভাদর ও সৌদি আরবের বিপক্ষে সহজ জয় পেয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়রা। কিন্তু উরুগুয়ের বিপক্ষে ৭৬ মিনিটে স্পটকিকে ম্যাচের একমাত্র গোলটি করেন নেইমার। নিজেদের সেরা পারফর্মেন্স দেখাতে না পারলেও দলের খেলায় খুশি ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। পিএসজি তারকা বলেন, আগের ম্যাচগুলো শেষে যতটা খুশি ছিলাম তারচেয়ে বেশি খুশি হয়েছি। কারণ আমাদের এই ম্যাচের প্রতিপক্ষ আপনাকে ভাল খেলতে, রক্ষণাত্মক ও আক্রমণাত্মক দুইভাবেই পরিশ্রম করতে বাধ্য করেছে। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে উন্নতির প্রয়োজনীয়তা মনে করিয়ে দিতে ভোলেননি জাতীয় দলের হয়ে ৯৫ ম্যাচে ৬০ গোল করা নেইমার। বলেন, আমরা জানতাম এটা কঠিন হবে। কিন্তু আমরা আমাদের ফুটবল খেলার পথ খুঁজে বের করি। আমরা আমাদের ছন্দ ধরে রাখা, গোলের সুযোগ তৈরি করা এবং জেতার পথ খুঁজে নেই। আমরা এখান থেকে খুশিমনে ফিরছি। কিন্তু আমাদের এখনও উন্নতি করতে হবে। আমরা জানি যে আমরা আরও ভাল করতে পারি। আমরা জানি কিছু বিষয় ঠিক করতে হবে যা আমাদের দল ও আমাদের ফুটবলকে সাহায্য করবে বলে আমি মনে করি। সময়ের অন্যতম সেরা তারকা ক্যামেরুনকে সমীহ করলেও জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন।
×