ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘ইউনিয়ন পে কার্ড’ চালু করল এমটিবি

প্রকাশিত: ০৬:৩৭, ২০ নভেম্বর ২০১৮

 ‘ইউনিয়ন পে কার্ড’ চালু করল এমটিবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ চীনা প্রতিষ্ঠান ইউনিয়ন পে ইন্টারন্যাশনাল এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) বাংলাদেশের বাজারে চালু করেছে ইউনিয়ন পে কার্ড। এর মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে ইস্যু করা ইউনিয়ন পে কার্ড দিয়ে এমটিবির এটিএম বুথ ও সেল সেন্টারের বিল পরিশোধ করা যাবে। সোমবার রাজধনীর বাংলামোটরে এমটিবি ভবনে এই সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমটিবির চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পে ইন্টারন্যাশনাল এর সিইও চাই জিয়ানবো, এমটিবির ভাইস চেয়ারম্যান খাজা নারগিস হোসেন, সাবেক চেয়ারম্যান রাশেদ এ চৌধুরি, এমটিবির ব্যাবস্থাপনা পরিচালক আনিস এ খান প্রমুখ। এর আগে ইউনিয়ন পে কিউআর কোড পেমেন্ট, ডিজিটাল ওয়ালেট এবং ভার্চুয়াল কার্ড চালু করেছে এমটিবি। এই নতুন সেবার মাধ্যমে গ্রাহকরা একই সাথে চার ধরনের কাজ করতে পারবে বলে দাবি ব্যাংটির।
×