ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিবিএস ক্যাবলের ৯২ শতাংশ পণ্য বিক্রি বেড়েছে

প্রকাশিত: ০৬:৩২, ২০ নভেম্বর ২০১৮

 বিবিএস ক্যাবলের ৯২ শতাংশ পণ্য বিক্রি বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিএস ক্যাবলসের আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ’১৮) পণ্য বিক্রয় বেড়েছে ৯২ শতাংশ। যার উপর ভিত্তি করে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১২৪ শতাংশ। যে কোম্পানিটির এখনও ২৫৬ কোটি টাকার পণ্য বিক্রির অগ্রিম চুক্তি রয়েছে। কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। বানকো ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজম্যান্টের মাধ্যমে ২০১৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বিবিএস ক্যাবলস শেয়ারবাজার থেকে প্রতিটি শেয়ার ১০ টাকা দরে ইস্যুর মাধ্যমে মোট ২০ কোটি টাকা সংগ্রহ করে। যে কোম্পানিটির শেয়ার দর রবিবার ১১৪ টাকায় রয়েছে। আর লভ্যাংশ বেড়ে এসেছে ২৫ শতাংশে। বিবিএস ক্যাবলসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবু নোমান হাওলাদার বলেন, ব্যবসায় সফলতার প্রধান কারণ হচ্ছে পণ্যের মানে কোন ধরনের আপোস না করা। যাতে বিবিএস ক্যাবলসের নিয়মিত বিক্রয় ও মুনাফা বাড়ছে। যে ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে আশা প্রকাশ করেন তিনি। কোম্পানি সচিব নাজমুল হাসান বলেন, বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড (বিআরইবি) ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে ২৫৬ কোটি টাকার ক্যাবলস বিক্রির চুক্তি রয়েছে। এর মধ্যে বিআরইবির সঙ্গে ১৮২ কোটি টাকার ও বিপিডিবির সঙ্গে ৭৪ কোটি টাকার চুক্তি রয়েছে। দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ২৩৭ কোটি ৯১ লাখ টাকার পণ্য বিক্রয় হয়েছে। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ১২৪ কোটি ২২ লাখ টাকা। এ হিসাবে বিক্রয় বেড়েছে ১১৩ কোটি ৬৯ লাখ টাকার বা ৯২ শতাংশ। আগের বছরের প্রথম প্রান্তিকে বিক্রয়ের জন্য উৎপাদন ব্যয় হয়েছিল ৮২ কোটি ৩৯ লাখ টাকা। যা ছিল বিক্রয়ের ৬৬ শতাংশ। যাতে মোট মুনাফা হয়েছিল ৪১ কোটি ৮৩ লাখ টাকা। আর এ বছরে প্রথম প্রান্তিকে বিক্রয়ের বিপরীতে ৬৭ শতাংশ হারে উৎপাদন ব্যয় হয়েছে ১৫৯ কোটি ৬৬ লাখ টাকা। যাতে মোট মুনাফা হয়েছে ৭৮ কোটি ২৬ লাখ টাকা। এ হিসাবে মোট মুনাফা বেড়েছে ৩৬ কোটি ৪৩ লাখ টাকার বা ৮৭ শতাংশ। এদিকে কোম্পানিটির বিক্রয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিচালন ব্যয় বেড়েছে। এছাড়া সুদজনিত ব্যয় বেড়েছে। কোম্পানিটির আগের বছরের প্রথম প্রান্তিকের ৭ কোটি ৯৫ লাখ টাকার পরিচালন ব্যয় এ বছরে বেড়ে হয়েছে ১০ কোটি ৩৯ লাখ টাকা। আর ৬ কোটি ৪২ লাখ টাকার সুদজনিত ব্যয় এ বছর বেড়ে হয়েছে ৭ কোটি ২৫ লাখ টাকা। অপরদিকে আগের বছরের প্রথম প্রান্তিকের ১৬ লাখ টাকার অপরিচালন মুনাফা এ বছরের কমে হয়েছে ৬ লাখ টাকা । কোম্পানিটির প্রথম প্রান্তিকে বিক্রয় থেকে উৎপাদন ব্যয়, পরিচালন ব্যয়, সুদজনিত ব্যয় ও কর সঞ্চিতি বিয়োগ এবং অপরিচালন মুনাফা যোগ শেষে নিট মুনাফা দাঁড়িয়েছে ৪২ কোটি ২১ লাখ টাকা বা শেয়ারপ্রতি ৩.০৬ টাকায়। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ১৮ কোটি ৮৭ লাখ টাকা বা শেয়ারপ্রতি ১.৫৭ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ২৩ কোটি ৩৪ লাখ টাকা বা ১২৪ শতাংশ। আর শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১.৪৯ টাকা বা ৯৫ শতাংশ। ১৩৮ কোটি টাকার পরিশোধিত মূলধনের বিবিএস ক্যাবলসে ৩৭৭ কোটি ৭৪ লাখ টাকার নিট সম্পদ রয়েছে। যা শেয়ারপ্রতি হিসাবে ২৭.৩৭ টাকা।
×