ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইসির কিছুই করণীয় নেই

প্রকাশিত: ০৫:৩৪, ২০ নভেম্বর ২০১৮

ইসির কিছুই করণীয় নেই

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপির মাধ্যমে দলীয় মনোনয়নপত্র প্রত্যাশীদের সাক্ষাতকার নিলেও এ বিষয়ে ইসির কিছুই করণীয় নেই। দেশে না থাকায় তার ক্ষেত্রে আচরণবিধি প্রযোজ্য নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অপর দিকে বিভিন্ন টিভি চ্যানেলে সরকারের উন্নয়ন নিয়ে ‘থ্যাঙ্ক ইউ পিএম’ বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে ইসি কোন সমস্যা দেখছে না বলে সাংবাদিকদের জানিয়েছেন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ। একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রবিবার থেকে বিএনপি দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাত শুরু হয়েছে। প্রথম দিন থেকেই প্রার্থীদের এই সাক্ষাতকার অনুষ্ঠানে লন্ডন থেকে স্কাইপির মাধ্যমে যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুটি মামলায় আদালত তার বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে। এছাড়া তারেক রহমান দন্ডপ্রাপ্ত হওয়ায় গণমাধ্যমে তার বক্তব্য প্রচারেরও নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। স্কাইপিতে তারেকের যুক্ত হওয়ার পর থেকে এ বিষয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। তার এ কর্মকা-ের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল থেকে। প্রার্থীদের সাক্ষাতকার অনুষ্ঠানে স্কাইপির মাধ্যমে যুক্ত হওয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তারেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনে চিঠিও দিয়েছে আওয়ামী লীগ। তবে বিএনপি মহাসচিব এই অভিযোগের বিষয়ে দাবি করেছেন দলের প্রার্থীদের সাক্ষাতকার কারা নেবেন এটা দলের নিজস্ব বিষয়। রবিবার নির্বাচন কমিশনার রফিকুল ইসলামও সাংবাদিকদের বলেন, তারেক রহমানের বিষয়ে তথ্যপ্রমাণসহ কেউ অভিযোগ করলে কমিশন বৈঠক করে ব্যবস্থা নেবে। আইনের মধ্যে যদি কিছু না থাকে, তাহলে আমরা কমিশনের সঙ্গে বসে কী করতে পারি, তা পর্যালোচনা করে দেখে তারপর সিদ্ধান্ত দেয়া হবে। তবে তারেকের বিরুদ্ধে কি ধরনের আইনী ব্যবস্থা নেয়া যায় তা খতিয়ে দেখতে সোমবার বিকেলে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সভাপতিত্বে অন্য চার কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। বৈঠকে তারেক রহমান ইস্যু ছাড়াও রাজধানীর নয়াপল্টনে বিএনপি মনোনয়নপত্র বিক্রির সময় সংঘর্ষ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের বিষয় নিয়ে আলোচনা হয় বলে হয়। যদিও বৈঠক শুরুর আগে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, তারেক রহমানের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেইনি, গত রবিবার আওয়ামী লীগ অভিযোগ দিয়েছে যেহেতু উনি (তারেক রহমান) কনভিকটেড, পলাতক ব্যক্তি, তাই এভাবে তিনি মনোনয়নপত্র যাচাই করতে পারেন না। আরেকটি বিষয় হলো তার বিষয়ে হাইকোর্টের একটি নির্দেশনা আছে। লাইভে এসে তিনি এভাবে কথা বলতে পারেন না। তবে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে ইসি সচিব সাংবাদিকদের বলেন, দলীয় প্রার্থীর সাক্ষাতকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিলে এ মুহূর্তে এ বিষয়ে কমিশনের কিছু করণীয় নেই। তারেক দেশে না থাকায় এক্ষেত্রে আচরণবিধি প্রযোজ্য নয়। তারেক রহমানের বিরুদ্ধে আওয়মী লীগের দায়ের করা অভিযোগ নিয়ে কশিনের বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তবে তারেক রহমানের বক্তব্য প্রচার নিয়ে যেহেতু হাইকোর্টের একটি নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা প্রতিপালনের দায়িত্ব সবার উল্লেখ করেন। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সহিংসতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, নয়াপল্টনে ফৌজদারি অপরাধ হয়েছে। এ বিষয়ে তদন্ত চলবে। তবে এক্ষেত্রে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য আইজিপিকে নির্দেশ দেয়া হয়েছে। কমিশন নির্বাচনে সকলের সহযোগিতা চেয়েছে উল্লেখ করে বলেন, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সকলের সহযোগিতা চেয়েছে কমিশন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে ভোটার, প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে। কমিশনে জমা দেয়া বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলার তালিকার বিষয়ে বলেন, দলীয় নেতাকর্মীদের নামে মামলার যে তালিকা দেয়া হয়েছে, তা পর্যালোচনা করে দেখা গেছে, অনেক মামলাই তফসিল ঘোষণার আগে হয়েছে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের কিছু করার নেই। তবে যেগুলো তফসিল ঘোষণার পর হয়েছে, সেগুলো নিয়ে নির্বাচন কমিশন আবার বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। ‘থ্যাঙ্ক ইউ পিএম’ প্রচারে সমস্যা নেই ॥ এদিকে আওয়ামী লীগ সরকারের উন্নয়কর্মকা- নিয়ে বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হচ্ছে ‘থ্যাঙ্ক ইউ পিএম’ নামের একটি বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন প্রচারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করছে বিএনপি। তবে টেলিভিশনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিজ্ঞাপন প্রচারে কোন সমস্যা দেখছে না বলে জানিয়ে দিয়েছে কমিশন। ইসি সচিব সোমবার দুপুরে এই বিষয়ে সাংবাদিকদের বলেন, বিটিভিসহ বেসরকারী টেলিভিশনে বিজ্ঞাপন আকারে গেলে এতে কোন সমস্যা নেই। এর জন্য সংশ্লিষ্ট গণমাধ্যম টাকা পাচ্ছে। তবে বিজ্ঞাপন না হয়ে থাকলে কেউ যদি অভিযোগ করে, তাহলে ব্যবস্থা নেয়া হবে। ‘থ্যাঙ্ক ইউ পিএম’ বিষয়ে কমিশনে আনুষ্ঠানিক কোন অভিযোগ আসেনি। কেউ অভিযোগ দিলে কর্তৃপক্ষ কে তা দেখতে হবে। গত রবিবার এ বিষয়ে নির্বাচন কমিশন রফিকুল ইসলামও বলেন, থ্যাংক ইউ পিএম- এটি আমি টেলিভিশনে দেখেছি। এটি প্রচারের জন্য বেসরকারী টেলিভিশনের নীতিমালা আছে। বেসরকারী টেলিভিশনকে নিয়ন্ত্রণ করার কোন ক্ষমতা বা ইচ্ছা আমাদের নাই। উনারা স্বপ্রণোদিত হয়ে এই প্রচার করতে পারেন। সেটা নির্বাচনী প্রচার হলে আমরা অবশ্যই ব্যবস্থা নিতাম। তিনি বলেন, একটা সরকার আছে, সেই সরকারের কর্মকা- তারা প্রচার করছে। আমরা বেসরকারী টেলিভিশনের সম্প্রচারে কোন নির্দেশনা দিলে আপনারা হস্তক্ষেপের কারণে আন্দোলনে নামবেন। মনোনয়নপত্রে কিছু বিষয়ে স্পষ্টতা চেয়ে ইসিতে বিএনপির চিঠি ॥ এদিকে দলীয় মনোনয়নের ক্ষেত্রে স্পষ্টতা চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে বিএনপি। চিঠিতে বলা হয়েছে মনোনয়নফরমের সংযুক্তি-২ এ প্রাথমিক মনোনয়ন মর্মে কিছুই উল্লেখ নেই। এতে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কোন নিবন্ধিত দল থেকে কোন একটি আসনে প্রাথমিকভাবে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেয়ার পর দল বা জোট থেকে কোন একজন প্রার্থীকে প্রতীক দিলে ওই আসনের অন্য বৈধ প্রার্থীদের মনোনয়ন বহাল থাকবে কিনা, তা জানতে চাওয়া হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) এই চিঠি জমা দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার। চিঠিতে আর বলা হয়েছে ২০ দলীয় জোট বা জাতীয় ঐক্যফ্রন্ট বা নিবন্ধিত রাজনৈতিক দল প্রাথমিক মনোনয়ন দিয়ে মনোনয়নপত্র জমা দেয়ার ক্ষেত্রে জোট বা দল বা ঐক্যফ্রন্ট কী প্রক্রিয়ায় তা সম্পন্ন করবে। এতে আরও বলা হয়, জাতীয় ঐক্যফ্রন্টের বা ২০ দলীয় জোটের প্রেেত্যক নিবন্ধিত দল একটি আসনে এক বা একাধিক প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দিতে পারে। সেক্ষেত্রে চূড়ান্ত মনোনয়নের সময় ফ্রন্টের বা জোটভুক্ত কোন দলের একজন প্রার্থীকে ওই আসনে মনোনয়ন দেয়ার জন্য জোট বা ফ্রন্টের অন্য বৈধ প্রার্থীদের মনোনয়ন বহাল থাকবে কিনা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত অপর একটি চিঠিতে বলা হয়েছে একাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ননফরম জমাদানের পূর্বে উপজেলা পরিষদ, পৌরসভার মেয়র, ও ইউপি চেয়ারম্যানদের বর্তমান পদ থেকে পদত্যাগ করতে হবে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট কোন নির্দেশনা পাওয়া যাচ্ছে না। ফলে এই বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। জরুরি ভিত্তিতে এই বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে চিঠিতে।
×