ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তারেক স্কাইপিতে লন্ডন থেকে সোমবারও মনোনয়ন বোর্ডে

প্রকাশিত: ০৫:৩৩, ২০ নভেম্বর ২০১৮

 তারেক স্কাইপিতে লন্ডন থেকে সোমবারও মনোনয়ন বোর্ডে

স্টাফ রিপোর্টার ॥ লন্ডন থেকে স্কাইপিতে সোমবারও মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার নিলেন তারেক রহমান। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার নেন তিনি। সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশাল ও খুলনা বিভাগের ৫৭ সংসদীয় আসনের জন্য চার শতাধিক প্রার্থীর সাক্ষাতকার নেয়া হয়। এ সময় বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির মনোনয়ন বোর্ডের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। স্কাইপিতে সাক্ষাতকালে তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের কাছে জানতে চান কেন আপনি নিজেকে যোগ্য প্রার্থী মনে করছেন, অতীতে দলীয় কর্মকা-ে আপনার অবস্থান কি ছিল? আওয়ামী লীগকে মোকাবেলা করে ভোটের মাঠে শক্ত অবস্থান নিয়ে বিএনপির প্রার্থীরা থাকতে পারবেন কি না, মনোনয়ন না পেলে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন কি না। তিনি মনোনয়ন প্রার্থীদের বিভিন্ন দিক নির্দেশনাও দেন। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার শেষে বিএনপির মনোনয়ন বোর্ড প্রথমে নিজেরা বসে প্রার্থী ঠিক করার বিষয়ে পর্যালোচনা করবে। পরে তারেক রহমান ও খালেদা জিয়ার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিক নির্দেশনা নেবে। এরপর ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠক করে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে। এ প্রক্রিয়া সম্পন্নে বিলম্ব হবে বলে যারা যারা নির্বাচন করতে আগ্রহী তাদের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে বলা হচ্ছে। অবশ্য শেষ পর্যন্ত যে আসনে যাকে মনোনয়ন দেয়া হবে তাকে ছাড়া অন্য সবাইকে মনোনয়নপত্র প্রত্যাহারের আগাম নির্দেশ দেয়া হয়েছে। সাক্ষাতকার শেষে বরিশাল-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচনের বিষয়ে তারেক রহমান প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন আমাদের। তিনি বলেছেন, দল থেকে যাকেই মনোনয়ন দেয়া হোক তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। সকাল দশটায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বরিশাল-১ আসনের প্রার্থীদের দিয়ে দ্বিতীয় দিনের সাক্ষাতকার গ্রহণ শুরু হয়। বরিশাল বিভাগের সাক্ষাতকার গ্রহণ শেষে মধ্যাহ্ন বিরতি দিয়ে খুলনা বিভাগের প্রার্থীদের সাক্ষাতকার নেয়া হয়। আজ মঙ্গলবার বেলা নয়টা থেকে দেড়টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগ এবং আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা ও সিলেট বিভাগের প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ করা হবে। আর আগামীকাল বুধবার সকাল নয়টা থেকে দেড়টা পর্যন্ত ময়মনসিংহ বিভাগ ও বৃহত্তর ফরিদপুর এলাকা এবং আড়াইটা থেকে রাত পর্যন্ত ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার নেয়া হবে। এর আগে প্রথম দিন রবিবার রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার নেয়া হয়। বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার চলাকালে কার্যালয়ের বাইরে অসংখ্য নেতাকর্মী ভিড় করে। সকাল থেকেই মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে দলে দলে আসা বিএনপি নেতাকর্মীরা সেখানে গিয়ে জড়ো হতে থাকে। বেলা যত বাড়ে নেতাকর্মীদের ভিড়ও ততই বাড়তে থাকে। যদিও মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে তাদের অনুসারীদের না নিয়ে আসার বিষয়ে দলীয় নির্দেশনা রয়েছে। কূটনৈতিক এলাকা হওয়ায় একসঙ্গে বেশি লোক জড়ো হওয়ার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নিরুৎসাহিত করা হয়েছে। বরিশাল-১ আসনের মনোনয়নপ্রত্যাশী আবদুস সোবহান সাক্ষাতকার শেষে বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন, বিশেষ করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাদের ভূমিকা ও নিজ এলাকায় সাংগঠনিক অবস্থা সম্পর্কে তিনি জানতে চান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সভাপতিত্বে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকারকালে মনোনয়ন বোর্ডের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। ১২ থেকে ১৬ নবেম্বর পর্যন্ত দলীয় মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রি করে বিএনপি। পরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলীয় মনোনয়ন ফরম বিক্রির আনুষ্ঠানিক হিসাব জানায় বিএনপি। এবার দলটি রেকর্ডসংখ্যক ৪ হাজার ৫৮০ মনোনয়ন ফরম বিক্রি করেছে।
×