ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় হত্যা মামলায় বাবা মা ও ছেলের যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:৪২, ২০ নভেম্বর ২০১৮

 কুষ্টিয়ায় হত্যা মামলায় বাবা মা ও ছেলের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৯ নবেম্বর ॥ যুবক হত্যার দায়ে বাবা ও মাসহ একই পরিবারের তিনজনের যাবজ্জীবন করাদ- ও ২ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এই রায় প্রদান করেন। দ-প্রাপ্তরা হলো শহরের আড়ুয়াপাড়া এলাকার মেজবার রহমান, তার স্ত্রী রঞ্জনা খাতুন ও ছেলে রইচ উদ্দিন। রায় ঘোষণার সময় আসামি রইচ উদ্দিন ছাড়া বাকি দুইজন আদালতে উপস্থিত ছিল। কুমারখালী উপজেলার চরবানিয়াপাড়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে খুন হয় ওসমান গনি তুহিন নামের ওই যুবক। জানা গেছে, ২০১২ সালের ১ জুন দুপুরে মামলার বাদী শহিদুল ইসলাম তার ছেলে ওসমান গনি তুহিন ও স্ত্রী মঞ্জুরা খাতুনকে সঙ্গে নিয়ে কুমারখালীর চরবানিয়াপাড়া গ্রামের শ্বশুর বাড়িতে বেড়াতে যান। ওইদিনে বিকেলে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তর্কবির্তকের এক পর্যায়ে মেজবার রহমানের ছেলে রইচ উদ্দিন ও তার সহযোগীরা তুহিনের বুকে ছুরিকাঘাত করে হত্যা করে। সিরাজগঞ্জে স্বামীর মৃত্যুদন্ড স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, শাহজাদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী মহির উদ্দিনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মোঃ নাজির এ আদেশ দেন।
×