ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গীতাঞ্জলির চতুর্দশ বর্ষপূর্তি উৎসবের সমাপনী

প্রকাশিত: ০৪:৩১, ২০ নভেম্বর ২০১৮

 গীতাঞ্জলির চতুর্দশ বর্ষপূর্তি উৎসবের সমাপনী

সংস্কৃতি ডেস্ক ॥ উত্তরার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার চতুর্দশ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক উৎসবের সমাপনী দিন গত ১৬ নবেম্বর আলোচনা ও নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী’র জীবন ও কর্মের ওপর বিকাল ৫-৩০ মিনিটে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব মোঃ নাছির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী ও ঢাকা রয়েল ক্লাব লিমিটেডের ডিরেক্টর শাহিদুল আলম বিদ্যুত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গীতাঞ্জলির উপদেষ্টা দেশবরেণ্য শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন গীতঞ্জলির পরিচালক ও নাট্যদল থিয়েটার অঙ্গনের সভাপতি মাহবুব আমিন মিঠু। আলোচনা অনুষ্ঠানের পর সন্ধ্যা ৭টায় নাট্যদল থিয়েটার অঙ্গনের দশম প্রযোজনা শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে ‘মুনীর চৌধুরী’ নাটকের প্রদর্শনী হয়। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন প্রবীর দত্ত। প্রসঙ্গত গীতাঞ্জলি ললিতকলা একাডেমি গত ১৪ বছর ধরে রাজধানীর উত্তরা জনপদে নিবেদিতভাবে সাংস্কৃতিক চর্চা ও বিকাশে কাজ করে যাচ্ছে। থিয়েটার অঙ্গন নাট্যদল গীতাঞ্জলির অভিনয় বিভাগের শিক্ষার্থী ও আশপাশের এলাকার নাট্যকর্মীদের জন্য ২০০৮ সালে গঠিত হয়। থিয়েটার অঙ্গন এ যাবতকাল পর্যন্ত এগারোটি প্রযোজনা করতে সামর্থ্য হয়েছে। গীতাঞ্জলি ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার চতুর্দশ বর্ষপূর্তি উপলক্ষে গত ২৬ অক্টোবর থেকে তিনদিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে। উৎসবের উদ্বোধনী ২৬ অক্টোবর দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী মুর্তজা বশীর, কবি নির্মলেন্দু গুণ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হককে ‘গীতাঞ্জলি সম্মাননা পদক-২০১৮’ প্রদান করে।
×