ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্রে নিয়মিত কাজ করতে চান জেসমিন

প্রকাশিত: ০৪:৩০, ২০ নভেম্বর ২০১৮

 চলচ্চিত্রে নিয়মিত কাজ করতে চান জেসমিন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম মেধাবী মুখ জেসমিন আক্তার। অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে নিজের শিল্পী সত্তার জানান দিয়েছেন। বিশেষ করে সেই ১৯৯৭ সালে পরিচালক শিল্পী চক্রবর্তীর ‘রঙিন উজান ভাটি’ চলচ্চিত্র দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করেন তিনি। এর আগে শিশুশিল্পী হিসেবেও কাজ করেছেন। বর্তমানে অভিনয়ের বাইরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ‘সুলতান’, ‘কুখ্যাত খুনী’, ‘হৃদয়ের বন্ধন’, ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’, ‘তেজী’, ‘প্রেমের জ্বালা’, ‘ভালবাসার রঙ’, ‘অগ্নি টু’, ‘অঙ্গার’সহ প্রায় তিন শ’ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি। জেসমিন বলেন, বর্তমানে চলচ্চিত্রের কাজ খুবই কম। তাই বর্তমান সময়টা ভাল যাচ্ছে না। এখন আর তেমন কাজ হয় না। তবে চলচ্চিত্রের একজন শিল্পী হিসেবে দীর্ঘদিন নিয়মিত ভাল কিছু চলচ্চিত্রে কাজ করে যেতে চাই। বর্তমানে জেসমিন আবুল কালাম আজাদের ‘ও মাই লাভ’, মনতাজুর রহমান আকবরের ‘মাই ডার্লিং’ এবং হারুন-উজ-জামানের ‘পদ্মার প্রেম’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রগুলো নিয়ে আশাবাদী জেসমিন। তার জন্য শুভকামনা।
×