ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শান্তিরক্ষায় নারীরা

প্রকাশিত: ০৪:২৯, ২০ নভেম্বর ২০১৮

 শান্তিরক্ষায় নারীরা

মালির সংঘাতপূর্ণ গাও শহরে যেখানে কাঠের তৈরি বাড়িঘর, ভবন, মেস ও ফুটবল মাঠ; সবস্থানেই পুরুষের আধিপত্য সেখানে মালির ১৫ হাজার সদস্যের শক্তিশালী শান্তিরক্ষী মিশনের মধ্যে ৪৭৭ নারী পুলিশ ও সেনা সদস্য রয়েছেন। মালিতে তারা শান্তি রক্ষার কাজ করছেন। জাতিসংঘ আরও নারী সদস্য নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে। শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে বেশি সংখ্যায় নারী সদস্য চাইছে জাতিসংঘ। মালিতে নারী শান্তিরক্ষী সদস্যরা দেশটিতে শান্তি ফেরাতে কাজ করছে। -বিবিসি
×