ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হামাসকে বলপ্রয়োগে ধ্বংস করা যাবে না ॥ লিবারম্যান

প্রকাশিত: ০৪:২৭, ২০ নভেম্বর ২০১৮

 হামাসকে বলপ্রয়োগে  ধ্বংস করা যাবে  না ॥ লিবারম্যান

ইসরাইলের পদত্যাগকারী যুদ্ধমন্ত্রী আভিগদর লিবারম্যান বলেছেন, হামলা চালিয়ে বা বলপ্রয়োগ করে গাজা নিয়ন্ত্রণকারী হামাসকে ধ্বংস করা যাবে না। সম্প্রতি গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে হামাসসহ অন্যান্য প্রতিরোধ সংগঠনের পাল্টা হামলার জের ধরে পদত্যাগ করেন লিবারম্যান। ইয়াহু নিউজ। তিনি রবিবার ইসরাইলের ১২ নম্বর টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে বলেন, যুদ্ধের মাধ্যমে হামাসকে ধ্বংস করা যাবে না বলেই তেল আবিব ভিন্ন উপায়ে হামাসকে ধ্বংসের পরিকল্পনা হাতে নিয়েছিল। লিবারম্যান বলেন, গাজা উপত্যকার ওপর আরোপিত অবরোধ শিথিল করার পর সেখানকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে এই প্রক্রিয়া থেকে হামাসকে বাদ দিতে চেয়েছিল তার মন্ত্রণালয়। তবে তার মন্ত্রণালয়ের এ পরিকল্পনা ইসরাইলের অন্যান্য কর্মকর্তা মেনে নিতে চাননি।
×