ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাজনীন বেগম

সুষ্ঠু নির্বাচনের দায়ভাগ সকলের

প্রকাশিত: ০৪:২০, ২০ নভেম্বর ২০১৮

সুষ্ঠু নির্বাচনের দায়ভাগ সকলের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পিছিয়ে ২৩ থেকে ৩০ ডিসেম্বর করা হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট থেকে আরম্ভ করে সব দল এমনকি আওয়ামী লীগও এই সময় পেছানোর ব্যাপারে আন্তরিকভাবে আগ্রহী ছিল। নির্বাচন কমিশনও গণতান্ত্রিক নিয়ম অনুসরণ করাই শুধু নয়, সকলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে তাদের সর্ববিধ দায়িত্ব পালনে পিছপা হচ্ছে না। তার পরেও ঐক্যফ্রন্টের নেতারা বিশেষ করে বিএনপির শীর্ষ স্থানীয় কর্ণধাররা আরও পেছানোর দাবিতে নির্বাচনী মাঠকে অসহিষ্ণু করার পাঁয়তারা করে যাচ্ছে। অসংগঠিত, সুস্থ রাজনৈতিক ধারা থেকে প্রায়ই বিচ্যুত একটি দল গত দশ বছরে যা করতে পারেনি, মাত্র এক মাসের মধ্যে তা করে দেখাবে- সেটা যেমন অবিশ্বাস্য, একইভাবে প্রশ্নবিদ্ধও। ইতোমধ্যে নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী এটা স্পষ্টভাবে প্রতীয়মান যে, তারিখ বদল করার আর কোন সুযোগ নেই। তবে নির্বাচনকে সকলের কাছে গ্রহণীয় করতে সেই বিবেচনাকেও আমল দেয়া হচ্ছে। নতুন বছরের আগত সময়গুলোতে অনেক হিসাব-নিকেশ থাকে। যেমন শিক্ষা বোর্ডের নতুন বই বিতরণের সুবর্ণ সময়ে উৎসুক শিক্ষার্থীরা অপেক্ষায় থাকে বই হাতে পাওয়ার আনন্দে। এরপর থাকে দুই দফায় বিশ্ব ইজতেমা। যাকে বলা হয় পবিত্র হজ পালনের বৃহত্তম জামাতের পর দ্বিতীয় বৃহত্তম মুসলিম একত্রীকরণের ধর্মীয় আবেগ-অনুভূতির এক ইবাদত বন্দেগি, যা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। নির্বাচনকে অর্থবহ এবং সর্বসাধারণের কাছে নিয়ে যেতে এসব বিষয়ে অত্যন্ত যৌক্তিকভাবে চিন্তা করা জরুরী। নির্বাচন সামান্য কোন ব্যাপার নয়। এর পরিধি যেমন সারাদেশে সম্প্রসারিত, পাশাপাশি প্রত্যক্ষ ভোট প্রদানের সঙ্গে সার্বিক জনগোষ্ঠীর সম্পৃক্ততাও আবশ্যক। এমন ব্যাপক প্রস্তুতি আর আয়োজন সম্পন্ন করতে গেলে আগ-পিছ সমস্ত ঘটনা পরম্পরাকে সুচিন্তিত বিচার-বুদ্ধিতে ভাবতে হবে। তার ওপর সাংবিধানিক আইনানুগ প্রক্রিয়া তো আছেই। ২৮ জানুয়ারি বর্তমান সরকার গঠনের সর্বশেষ সীমারেখা। তাকেও কোনভাবে উপেক্ষা কিংবা অবহেলা করা সমুচিত নয়। সময়ই বলে দেবে জাতীয় ঐক্যফ্রন্টের পতাকায় মিলিত জোটবদ্ধ দল সংসদ নির্বাচনকে কিভাবে গতিময়তা দেবে। বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন তাদের আকাক্সক্ষা ও প্রত্যাশাকে অবারিত করতে সব ধরনের প্রস্তুতি এবং কর্মপরিকল্পনা চালিয়ে যাচ্ছে। সময় মতো সংবিধানকে সমুন্নত রেখে একটি সুষ্ঠু নির্বাচন জনগণের দ্বারে নিয়ে যাওয়া এই মুহূর্তে সব থেকে বেশি জরুরী। কোন ধরনের বিশৃঙ্খলা, অপশক্তির অপতৎপরতাকে ঠা-া মাথায় মোকাবেলা করতে হবে। সরকার এবং পুরো নির্বাচন প্রক্রিয়াকে বিব্রতকর অবস্থায় ফেলে দিতে বিভিন্ন অপকৌশল, ষড়যন্ত্র, কালো টাকার ছড়াছড়িকে শান্তিপূর্ণ উপায়ে প্রতিহত করে সংশ্লিষ্টদের ধৈর্য এবং যৌক্তিক হওয়া ছাড়া বিকল্প কোন পথ নেই। নির্বাচন বানচালের অশুভ শক্তির তৎপরতার ঘাটতি হবে না বোঝাই যায়। নির্বাচনের দায়-দায়িত্ব শুধু সরকার কিংবা কমিশনের নয়, প্রত্যেক সচেতন নাগরিককে এর অংশীদারিত্ব প্রমাণ করতে গেলে তাকেও সমানভাবে উদ্ভূত পরিস্থিতিকে সামাল দেয়া-সেও এক নীতিনিষ্ঠতা। ভোট প্রত্যেকের নাগরিক ও মৌলিক অধিকার। সেই বিবেচনায় নির্বাচনকে সুস্থ ধারায় এগিয়ে নেয়া সকলের দায়বদ্ধতা। ক্ষমতাসীন দল এবং নির্বাচন কমিশনের অবশ্যই এক্ষেত্রে অনেক বেশি সচেতন এবং দায়িত্বশীল মনোভাবের পরিচয় দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনার পথ সুগম করে নির্বাচনের দ্বার যেভাবে সবার জন্য উন্মুক্ত করে দিলেন, সেখানে তাকে নিয়ে আর কোন ধরনের উদ্দেশ্যমূলক আলোচনা-সমালোচনায় জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তবে বিরোধী জোট নির্বাচন নিয়ে কতখানি আন্তরিক কিংবা আদৌ নিরপেক্ষ ভোটের ব্যাপারে তাদের আগ্রহই বা কিভাবে বোঝা সম্ভব, এই মুহূর্তে তার আগাম বার্তা দেয়া মুশকিল। দলীয় প্রধান অপরাধের দ- মাথায় নিয়ে বন্দী জীবন কাটাচ্ছেন। আর পলাতক ছেলে তারেক রহমানের প্রবাসী জীবন আরাম-আয়েশে কাটলেও বড় বড় হামলা-মামলা দ-ের দায়ভাগ নিয়ে দেশে পা রাখাও একেবারে অনিশ্চিত। অপরাজনীতির বিভিন্ন কৌশল নিজের প্রতিদিনের জীবনকে আরও সঙ্কটময় করে তুলেছে। যাদের হাত দিয়ে দলের যাত্রা শুরু এবং কয়েকবার ক্ষমতায় অধিষ্ঠিত থাকা সেই দুই প্রধান নেতৃত্বকে একেবারে শূন্যের কোঠায় ফেলে দিয়ে বিএনপি কিভাবে নির্বাচনে অংশ নেবে, সেও এক অনিশ্চিত অধ্যায়। গত দশ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের অব্যাহত ধারায় দেশকে যেভাবে এগিয়ে নিয়েছেন একই গতিতে জনগণের সঙ্গে ঘটেছে তাঁর নিবিড় সংযোগ, নিরবচ্ছিন্ন একাত্মতা। সেই ব্যাপক গণসম্পৃক্ততা তাঁকে সুস্থ ধারার রাজনীতিতে বার বার অনুবর্তী করেছে। সেখান থেকে অন্যদিকে দৃষ্টি ফেরানোর কোন প্রয়োজন পড়েনি। জনগোষ্ঠীর অকৃত্রিম যোগসাজশে দেশকে এগিয়ে নেয়ার দৃঢ় সঙ্কল্পে অটল প্রধানমন্ত্রী আজও সুষ্ঠু ও স্বাভাবিক নিয়মতান্ত্রিক নির্বাচনে সাধারণ মানুষের প্রত্যক্ষ রায়কেই প্রধানতম শক্তি হিসেবে বিবেচনায় রেখেছেন। শুধু তাই নয়, এই রায়কে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে তিনি কালক্ষেপণ করবেন না, এই অভিমতও প্রকাশ করেছেন নির্দ্বিধায়। নির্বাচনী আমেজে সারাদেশ এখন গণতান্ত্রিক অধিকার প্রয়োগে অভাবনীয় এক দুর্লভ সময় পার করছে। সময়টা সত্যিই অভাবনীয় এবং যুগান্তকারী। যথার্থ প্রার্থী নির্বাচন দেশ এবং জনগণের কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের কাছে পরীক্ষিত এবং প্রমাণিত নেতৃত্ব নতুন করে যোগ্যতম আসনে বসার অঙ্গীকারাবদ্ধ হবেন, এই মুহূর্তে সেটাই প্রত্যেকের আকাক্সক্ষা এবং প্রত্যাশা। অন্যদের কেন্দ্রীয় নেতৃত্বের আস্থাভাজন হয়ে পরিস্থিতিকে আয়ত্তে রেখে যথার্থ নাগরিকের দায়িত্ব পালন করতে হবে। যেকোন ধরনের সাংঘর্ষিক অনাকাক্সিক্ষত ঘটনাকে সর্বশক্তি দিয়ে রুখতে হবে। ক্ষমতার দ্বন্দ্ব, অভ্যন্তরীণ বিরোধ কিংবা ব্যক্তিত্বের সংঘাত প্রতিপক্ষ শক্তির জন্য আশীর্বাদ হতে দেয়াই যাবে না। মনে রাখতে হবে, ব্যক্তির চাইতে দল বড়, তার চেয়েও দেশই সবকিছুর উর্ধে। এই মুহূর্তে দেশের সার্বিক মঙ্গল, মুক্তিযুদ্ধের চেতনাকে চিরস্থায়ী করা, স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দেয়াই নয়, বরং অগ্রযাত্রার ক্রমবর্ধমান গতিকে অবারিত করতে প্রধানমন্ত্রীকে তাঁর যোগ্যতম আসনে আবারও প্রতিষ্ঠিত করা ছাড়া বিকল্প কোন পথ নেই। এখানে দলীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভোটের স্বচ্ছ ও স্বাভাবিক পথপরিক্রমাকে নিরবচ্ছিন্ন করতে হবে। অহেতুক কোন্দল, সংঘাত, ক্ষমতার লড়াইকে জিইয়ে রাখলে ক্ষতি শুধু দেশ কিংবা জনগণের হবে না, নিজের সর্বনাশ হবে সবচেয়ে বেশি। দেশ যদি সমৃদ্ধির সুসময় থেকে স্থবিরতার দুঃসময়ে চলে যায়, তখন কারোর ভাল থাকা মুশকিল হয়ে যাবে। অনন্য অভিগামিতার সুফল সবাই মিলে মিশে উপভোগ করছে। সাধারণ জনগোষ্ঠীর দীর্ঘ পথপরিক্রমায় বর্তমান সরকার যে মাত্রায় প্রবৃদ্ধির স্রোত অবারিত করেছে, সেখান থেকে পেছনে যাবার সুযোগ তৈরি করা যাবে না। সম্মিলিত প্রচেষ্টার যোগ্য প্রার্থী নির্ধারণে কোন ধনের ভুল-ভ্রান্তি দেশের জন্য শুভযোগ হবে না। ব্যক্তি ক্ষমতা আর আধিপত্যের চাইতেও সামষ্টিক গ্রহণযোগ্যতাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। যোগ্যতম নেতৃত্ব সুস্পষ্ট দিকনির্দেশনা, কর্মপরিকল্পনা প্রয়োগ করে সামনে এগিয়ে যাবার পথকে প্রশস্ত করেন। দেশের বর্তমান সরকার প্রধানও সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সমৃদ্ধির নিরন্তর গতিময়তায় যুগোপযোগী করে যাচ্ছেন। তথ্যপ্রযুক্তির অব্যাহত অভিগামিতায় নতুন প্রজন্মকে যে পরিমাণ যোগ্যতম আসনে নেয়া হচ্ছে, অদূর ভবিষ্যতে বাংলাদেশের স্থান বিশ্বসভার কোন পর্যায়ে পৌঁছবে, সে সম্ভাবনা নিয়েও আমাদের ভাবতে হবে। উন্নয়নের শীর্ষে পৌঁছানোর পথপরিক্রমায় গত দশ বছরের অর্জন আর সাফল্যকেও বিবেচনায় আনতে হবে। এত অল্প সময়ের মধ্যে এমন দুর্বার গতি সঞ্চার কিভাবে সম্ভব হয়েছে, তাও খতিয়ে দেখা প্রয়োজন। যেখানে বিরোধী শক্তি সহযোগীর ভূমিকায় না নেমে প্রতিপক্ষ হিসেবে রঙ্গমঞ্চে অবতীর্ণ হয়েছে। এটাও ছিল দেশের জন্য অশনি সঙ্কেত। সেই বিপদশঙ্কুল পথ পাড়ি দিতেও বর্তমান সরকারকে অনেক সাবধান আর সতর্কাবস্থায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে হয়েছে। অপশক্তির বিধ্বংসী মনোভাবই শুধু নয়, বিভিন্ন কর্মপরিকল্পনায় তা দৃষ্টিকটূভাবে দৃশ্যমানও হয়েছে। তারা আজ চিহ্নিত। তাদের যথার্থ চেহারা জনসমক্ষে প্রকাশিত। সুতরাং যথার্থ প্রার্থী নির্বাচনে ভুল করলে তার দায়ভাগ সবাইকে বয়ে বেড়াতে হবে। সঠিক প্রার্থীকে মনোনয়ন দিয়ে বিতর্কের উর্ধে উঠতে না পারলে অনেক সমূহ বিড়ম্বনা সামলাতে হয়। পরম সহিষ্ণু মনোভাব এক্ষেত্রে অত্যন্ত জরুরী। মনোনয়নের ভিড়ে জনসাধারণের যথার্থ কল্যাণকারী যেন হারিয়ে না যায়। মনোনয়ন বাছাইয়ে দলকে যে মাত্রায় সতর্ক আর মনোযোগী হতে হয়, সেখানে মূল নেতৃত্বের ওপর আস্থাই শুধু নয়, নির্ভরতাও এক্ষেত্রে বিশেষ প্রয়োজন। চিরায়ত বাঙালী নারীর অতি সাধারণ যাপিত জীবনের আড়ালে যে অসাধারণ ব্যক্তিসত্তা অনুক্ষণ দ্যুতি বিতরণ করছে, তা শুধু দলকেই নয় পুরো দেশকে যে অনন্য অবস্থানে নিয়ে যাচ্ছে, সে ব্যাপারে এখন আর কারও কোন সন্দেহ নেই। সুতরাং সারাদেশকে যিনি এমন সফলভাবে উন্নয়নের পথপরিক্রমা নিশ্চিত করেছেন, তিনি তাঁর দলকেও সুসংহত করবেনÑ এটা সঙ্গতই শুধু নয়, অনিবার্যও। প্রধানমন্ত্রী সে বিবেচনায় যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন, মনে করতে হবে তাঁর সিদ্ধান্তে যৌক্তিক কোন গূঢ় নীতিনিষ্ঠতা প্রচ্ছন্ন আছে। সেই অবিচল দৃঢ় অভিব্যক্তিকে সশ্রদ্ধচিত্তে সম্মান জানাতে হবে। নিজেদের মধ্যে বিবাদ-বিশৃঙ্খলতা শুধু দলেরই ক্ষতি করবে না, তার নেতিবাচক প্রভাব পড়বে দেশের সামগ্রিক উন্নয়ন যাত্রায়। প্রধানমন্ত্রীকে তাঁর প্রতিষ্ঠিত আসনে, যা কিনা তাঁকে অনেক কষ্ট, সাহস এবং দেশাত্মবোধের অনির্বাণ শিখায় অর্জন করতে হয়েছে, সেখানে আবারও ফিরিয়ে আনা উন্নয়নের প্রয়োজনীয় শর্ত। এমন কঠিন কাজটি করতে গেলে সবার আগে নিজের দলকে সুসংহত এবং নির্বাচনী জোয়ারে অবারিত করে দেয়া ছাড়া কোন উপায় নেই। তাই অপরিণামদর্শী, অনাকাক্সিক্ষত বিষয় তৈরি করে সুস্থ আবহকে নিজেদের মধ্যে অসুস্থ করা যাবে না। প্রতিপক্ষ শক্তি সুযোগ পেলেই তার সদ্ব্যবহার করতে এতটুকু পিছপা হবে না। ইতোমধ্যে বিএনপির নয়াপল্টন কার্যালয় মনোনয়নে কিনতে আসা নেতাকর্মীদের যে পরিমাণ উন্মাদনা প্রত্যক্ষ করা গেছে, সেটা আরও অসহনীয় পরিস্থিতিকে ডেকে আনতে পারে শুধুমাত্র নির্বাচন বানচালের অশুভ উদ্দেশ্য নিয়ে। তথ্যপ্রযুক্তির বিকাশমান যুগে কারও অন্যায়-অপবাদ মেনে নেয়ার সুযোগ থাকে না। একইভাবে নিজের দায়ও অন্যের ঘাড়ে চাপানো যায় না। নয়া পল্টনের সেদিনকার পুরো ঘটনা ভিডিও ফুটেজের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করা গেছে, যারা সবাই বিভিন্ন স্থানে বিএনপির কর্মী এবং নেতৃস্থানীয় পদে অবস্থান করছে। তার পরেও আশা করা হচ্ছে সম্মিলিত ঐক্যফ্রন্ট নির্বাচনের প্রস্তুতি নিতে আর সময় নেবে না। কারণ ইতোমধ্যে আবারও নিশ্চিত করা হয়েছে ৩০ ডিসেম্বর নির্বাচনের চূড়ান্ত তারিখ। পেছানোর আর কোন সুযোগ নেই। অবাধ, সুষ্ঠু আর গ্রহণযোগ্য নির্বাচন সব দলের সুশৃঙ্খল অংশগ্রহণের মাধ্যমে পূর্ণতার দিকে এগিয়ে যাবে। আকাক্সিক্ষত ফলাফলও জনগণের কাছে পৌঁছে যেতে দেরি হবে না। দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গণতান্ত্রিক নির্বাচিত সরকার যেমন অপরিহার্য, সে মাত্রায় একটি শক্তিশালী বিরোধী দলও জাতীয় সংসদকে প্রাণবন্ত করে রাখবেÑ এটাই সবাই আশা করে। সংসদীয় গণতন্ত্রের ধারা অনুযায়ী জনগণের রায়ে শাসন ক্ষমতায় আসা সরকারবিরোধী দলের যৌক্তিক, গঠনমূলক আলোচনা-পর্যালোচনা নিজেদের যাত্রাপথকে আরও সুগম অবারিত করে। আর এভাবেই গণতন্ত্রের ধারাবাহিকতা চলতে থাকে, দেশও কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হতে স্বচ্ছন্দ গতিতে এগিয়ে যায়। গণতান্ত্রিক দেশে কোন দলই এককভাবে পুরো জনগোষ্ঠীর আস্থা লাভ করতে পারে না। আদর্শিক চেতনা, ব্যক্তিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা, দেশাত্মবোধের অকৃত্রিম নিষ্ঠায় মানুষে মানুষে ফারাক তৈরি হয়। ঐকমত্যের ভিত্তিতে দলীয় প্ল্যাটফরম সমচেতনতায় মিলিত হয়। সংজ্ঞায়িত গণতন্ত্রের সুষ্ঠু ও স্বাভাবিক গতি নির্ণয়ে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হতে নির্বাচনও আবশ্যিক হয়ে পড়ে। দেশের মানুষ যতই সচেতন, বুদ্ধিদীপ্ত এবং যৌক্তিক হয়, সে মাত্রায় নির্বাচিত প্রতিনিধিরাও গ্রহণযোগ্যতা পেয়ে যায়। তবে দেশকে অগ্রযাত্রায় শামিল করতে শুধুমাত্র নির্বাচিত সরকারই নয়, প্রত্যেক মানুষের নীতিনিষ্ঠ দায়বদ্ধতাও নিয়ামক শক্তির ভূমিকা রাখে। লেখক : সাংবাদিক
×