ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এশিয়ার বাজারে অপরিশোধিত তেল সরবরাহ বাড়ছে

প্রকাশিত: ০৮:২৭, ১৯ নভেম্বর ২০১৮

 এশিয়ার বাজারে অপরিশোধিত তেল সরবরাহ বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি মাসের শুরু থেকে এশিয়ার বাজারগুলোতে দৈনিক ২ কোটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ হচ্ছে। বছরের ব্যবধানে যা প্রায় ১৫ শতাংশের বেশি বেড়েছে। এছাড়া অপরিশোধিত তেলের বৈশ্বিক সরবরাহও গেল বছরের তুলনায় কিছুটা বেড়েছে। চলতি মাসে তেল সরবরাহ বাড়িয়েছে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও সৌদি আরব। এই তিন দেশ সম্মন্বিতভাবে দৈনিক ৩ কোটি ৩০ লাখ ব্যারেল তেল সরবরাহ করেছে, যা মোট চাহিদার প্রায় ৩৩ শতাংশ। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের মধ্যে দৈনিক সর্বোচ্চ তেল সরবরাহ করা হচ্ছে নবেম্বরে।
×