ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২২ নবেম্বর শুরু হচ্ছে লেদার শো

প্রকাশিত: ০৮:২৫, ১৯ নভেম্বর ২০১৮

 ২২ নবেম্বর  শুরু হচ্ছে  লেদার শো

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের চামড়াজাত পণ্যের সম্ভাবনা ও সক্ষমতা বিশ্বের বড় বড় ব্র্যান্ড ও ক্রেতাদের কাছে তুলে ধরতে আগামী ২২ নবেম্বর থেকে রাজধানীতে ২য় বারের মতো শুরু হচ্ছে বাংলাদেশ লেদার ফুটওয়্যার ও এ্যান্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো, ব্লিস। ‘বাংলাদেশ-ডেস্টিনেশন নেক্সট’ স্লোগানে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এর আয়োজন করছে লেদারগুডস এ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এলএফএমইএবি। তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশীষ বসু জানান, রফতানি খাতে বৈচিত্র্য আনতে সরকার চামড়া ও চামড়াজাত পণ্যকে প্রাধান্য দিচ্ছে। এলএফএমইএবির সভাপতি সাইফুল ইসলাম জানান, প্রদর্শনীতে ১৩টি দেশের ৩০টির বেশি ব্র্যান্ডের প্রতিনিধিরা আসবেন।
×