ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফোকসভাগেনের নতুন কারখানা নির্মাণের ঘোষণা

প্রকাশিত: ০৮:২৪, ১৯ নভেম্বর ২০১৮

 ফোকসভাগেনের নতুন কারখানা নির্মাণের ঘোষণা

স্বচালিত গাড়ি প্রযুক্তি, সেবা, বৈদ্যুতিক গাড়ি আর নতুন কারখানার জন্য ৪৪০০ কোটি ইউরো ব্যয়ের ঘোষণা দিয়েছে গাড়ি নির্মাতা জার্মান প্রতিষ্ঠান ফোকসভাগেন। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে এই অর্থ ব্যয় করা হবে। অঙ্কটা সামনের চার বছরে প্রতিষ্ঠানটির বরাদ্দকৃত ব্যয়ের এক তৃতীয়াংশ বলে উল্লেখ করা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে। এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হারবার্ট ডাইস বলেন, ‘ফোকসভাগেন গ্রুপের কৌশলগুলোর মধ্যে একটি লক্ষ্য হচ্ছে উদ্ভাবনের গতি বাড়ানো।’ সেইসঙ্গে তারা গতিশীলতার ভবিষ্যত খাতগুলোতে তাদের বিনিয়োগের দিকে জোর দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-কে ডাইস বলেন, তিনি আশা করছেন জার্মান এই গাড়ি নির্মাতারা বৈদ্যুতিক গাড়ি তৈরির ক্ষেত্রে সবচেয়ে লাভজনক হবে। উৎপাদন বাড়ানোর মাধ্যমে উৎপাদনের খরচ কমিয়ে আনার কৌশল ব্যবহার করে এমনটা হবে বলেও মত তার। -অর্থনৈতিক রিপোর্টার
×