ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক দশকে দেশে জাপানী বিনিয়োগ বেড়েছে চারগুণ

প্রকাশিত: ০৮:২১, ১৯ নভেম্বর ২০১৮

 এক দশকে দেশে জাপানী বিনিয়োগ বেড়েছে চারগুণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত এক দশকে দেশে জাপানী কোম্পানির বিনিয়োগ বেড়েছে চারগুণ। আসছে হোন্ডা, জাপান টোব্যাকো কিংবা নিপ্পন স্টিলের মতো বড় কোম্পানিও। বর্তমানে দেশটির ২৬৯টি কোম্পানি বিনিয়োগ করলেও সংশ্লিষ্টরা মনে করেন, জাপানী অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হলে তা বেড়ে দাঁড়াবে। তবে বিশ্লেষকরা বলছেন, অপার সম্ভাবনা সত্বেও দেশের বিদ্যমান দুর্বল অবকাঠামো বা ব্যবসা ও বিনিয়োগ সূচকে দুর্বলতার কারণে বিনিয়োগ চলে যাচ্ছে প্রতিবেশী দেশগুলোতে। প্রশান্ত মহাসাগরের বুক চিরে গঠিত সূর্যোদয়ের দেশ জাপান। বিশ্বজনীন জিডিপি প্রবৃদ্ধি অনুসারে যুক্তরাষ্ট্র ও চীনের পরই অবস্থান ৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত পূর্ব এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রটির অর্থনীতির। দেশটির সঙ্গে বাংলাদেশের ১০০ বছরের পুরনো সম্পর্ক নতুন রূপ পায় স্বাধীনতার পর ১৯৭২ সালে। বাংলাদেশের উন্নয়নে এককভাবে সহযোগিতায় এখনও শীর্ষ তালিকায় জাপান। বাংলাদেশের রফতানি বাজারের তালিকায় দেশটি ১১তম। আর সে দেশে পণ্য আমদানির তালিকায় উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দ্বিতীয় বাংলাদেশ, যার পরিমাণ ২৬ শতাংশ। জাপানে বাংলাদেশের রফতানি পণ্যের তালিকায় চামড়াজাত পণ্য, তৈরি পোশাক আর চিংড়ি অন্যতম। সে দেশ থেকে বাংলাদেশে ঢুকছে বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স পণ্য। গেল অর্থবছরেও জাপানে রফতানি হয়েছে ১ হাজার ১৩২ মিলিয়ন ডলারের পণ্য। যেখানে আমদানির পরিমাণ ১ হাজার ৮৫২ মিলিয়ন ডলার। হোন্ডা মোটর কর্পোরেশন, জাপান টোব্যাকো, নিপ্পন স্টিল এ্যান্ড সুমিতমো মেটাল, মিতসুবিশি কর্পোরেশনসহ জাপানের সব বড় কোম্পানির এখন বিনিয়োগ গন্তব্য বাংলাদেশ। জাপানের অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০০৮ সালেও বাংলাদেশে জাপানী কোম্পানির সংখ্যা ছিল ৭০টি, যা গেল পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ২৬৯টিতে। তবে প্রতিবেশীদের তুলনায় খানিকটা পিছিয়েই বাংলাদেশ। কেননা, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, এমনকি মিয়ানমারেও যাচ্ছে বাংলাদেশের চেয়ে বেশি বিনিয়োগ। তাই বিশ্লেষকরা বলছেন, অবকাঠামোর পাশাপাশি নজর দিতে হবে ডুয়িং বিজনেসের মানোন্নয়নে। বর্তমানে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানী অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ চলছে। যেখানে জাপানী উদ্যোক্তাদের আগ্রহ কক্সবাজারের মহেশখালীতে নতুন আরেকটি অঞ্চলের।
×