ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গ্রীন টি’র আড়ালে আরও এক টন ‘খাত’ আটক

প্রকাশিত: ০৫:৫১, ১৯ নভেম্বর ২০১৮

 গ্রীন টি’র আড়ালে আরও এক  টন ‘খাত’ আটক

স্টাফ রিপোর্টার ॥ চব্বিশ ঘণ্টার ব্যবধানে আবারও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিউ সাইকোট্রপিক সাবসটেন্সেস (এনপিএস) বা ‘খাত’-এর একটি বড় চালান ধরা পড়েছে। এবার ধরা পড়েছে এক টনের চালান। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফরেন পোস্ট অফিস থেকে এ মাদক জব্দ করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে কর্মরত জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক নজরুল ইসলাম শিকদারের কাছে খবর আসে-আগের দিনও প্রায় একই পরিমাণ খাতের চালান আটক করা হলেও আরও একটি চালান রয়ে গেছে পোস্ট অফিসে। তিনি সেভাবেই প্রস্তুতি নিয়ে রবিবার সকালে শাহজালাল বিমানবন্দরের কার্গো হাউসে গিয়ে হাজির হন। সেখানকার ফরেন পোস্ট অফিসে যাওয়ার পর তিনি লোকজন নিয়ে সরাসরি অভিযান পরিচালনা করেন। এ সময় দেখতে পান বেশ কয়েকটি কার্টন সারিবদ্ধ করে রাখা। এগুলো ইথিওপিয়া থেকে আসা। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে এ কার্টনগুলো আসে। এ সময় অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে খোলা হয়। তখন দেখা যায় প্রতিটি কার্টনেই ‘খাত’। এগুলো গ্রীন টি হিসেবে ইথিওপিয়া থেকে কার্গো হিসেবে পাঠানো হয়।
×