ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জরিনা খাতুন হত্যা মামলার দুই আসামি দুই দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৫:৫০, ১৯ নভেম্বর ২০১৮

জরিনা খাতুন হত্যা মামলার দুই আসামি দুই দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার ॥ সাভারের আশুলিয়ার চলন্ত বাস থেকে বাবাকে ফেলে দিয়ে মেয়ে জরিনা খাতুনকে (৪৫) হত্যা মামলার বাদী গ্রেফতারকৃত নূর ইসলাম ও তার মায়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এই আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হচ্ছেন নিহত জরিনা খাতুনের মেয়ের জামাই নূর ইসলাম ও তার মা মোছাঃ আমেনা বেগম। এছাড়া স্বপন নামে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। এর আগে মামলার তদন্তকর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পরিদর্শক মোঃ শাহজাহান এই দুই আসামির সাতদিনের রিমান্ড ও স্বপনের জবানবন্দী রেকর্ড করার আবেদন করে আদালতে হাজির করেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সাভারের আশুলিয়ার চলন্ত বাস থেকে বাবাকে ফেলে দিয়ে মেয়ে জরিনা খাতুনকে (৪৫) হত্যা ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পিবিআই। গত ১৬ নবেম্বর তাদের গ্রেফতারের পর আদালতে রিমান্ডের জন্য পাঠায়।
×