ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিশু আসামির নাম ঠিকানা ছবি প্রচার না করতে রিট আবেদন

প্রকাশিত: ০৫:৪৯, ১৯ নভেম্বর ২০১৮

  শিশু আসামির নাম ঠিকানা ছবি প্রচার না করতে রিট আবেদন

স্টাফ রিপোর্টার ॥ সংবাদপত্র, ম্যাগাজিনসহ সংবাদমাধ্যমে শিশু আদালতে বিচারাধীন কোন মামলার শিশু আসামির নাম, ঠিকানা, ছবিসহ তার পরিচিতি প্রচার না করতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এদিকে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, পুলিশকে মারধর ও সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগে পল্টন থানায় দায়ের করা তিন মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে আলোকচিত্রী শহিদুল আলমকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সংবাদপত্র, ম্যাগাজিনসহ সংবাদমাধ্যমে শিশু আদালতে বিচারাধীন কোন মামলার শিশু আসামির নাম, ঠিকানা, ছবিসহ তার পরিচিতি প্রচার না করতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়্যেদুল হক সুমন রবিবার এ রিট দায়ের করেন। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে আজ সোমবার রিট আবেদনটি কার্য তালিকায় আসতে পারে বলে জানিয়েছেন আইনজীবী সুমন। তিনি বলেন, শিশু আইন, ২০১৩ এর ২৮ ধারা অনুসারে শিশু অপরাধীর নাম, ঠিকানা, ছবিসহ তার পরিচিতি সংবাদপত্র, ম্যাগাজিনসহ যেকোন সংবাদমাধ্যমে প্রচার-প্রকাশ বন্ধের নির্দেশ কেন দেয়া হবে না, মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। রিট আবেদনে আইন সচিব, তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, আইন-আদালত-মানবাধিকার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি, ঢাকা রিপোর্টোর্স ইউনিটি (ডিআরইউ)’র সভাপতি, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি, ডেইলি স্টারের সম্পাদককে বিবাদী করা হয়েছে। মির্জা আব্বাস দম্পতির জামিন ॥ গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, পুলিশকে মারধর ও সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগে পল্টন থানায় দায়ের করা তিন মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। রবিবার মির্জা আব্বাস দম্পতি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারপতি মোঃ রেজাউল হক ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ তাদের আট সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
×