ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা কে কোথায় নির্বাচন করছেন

প্রকাশিত: ০৫:৪৩, ১৯ নভেম্বর ২০১৮

 দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা কে কোথায় নির্বাচন করছেন

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে প্রার্থীদের নিয়ে আগ্রহ বাড়ছে। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা কে কোথায় নির্বাচন করছেন এবং তাদের অবস্থান কি তা জানার জন্য আগ্রহ সবচেয়ে বেশি। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটসহ ছোট-বড় অনেক রাজনৈতিক দল নির্বাচনে না গেলেও এবার শতাধিক দল নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। আর প্রতিটি দলের শীর্ষ পর্যায়ের নেতারাই এবার নিজ নিজ নির্বাচনী এলাকা থেকে প্রার্থী হচ্ছেন। কোন কোন শীর্ষ নেতা একাধিক আসনে নির্বাচন করছেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবার নির্বাচন করবেন গোপালগঞ্জ-৩ আর রংপুর-৬ আসন থেকে। ওই দুই (প্রথম পৃষ্ঠার পর) আসনে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের ভাল কোন প্রার্থী নেই। এ ছাড়া বিগত ১০ বছর টানা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে তাঁর নির্বাচনী এলাকাসহ সারাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুখ্যাতি অর্জন করতে সক্ষম হওয়ায় শেখ হাসিনার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আসার মতো কেউ নেই। তবুও বিভিন্ন দলের ডামি প্রার্থীরা এ দুই আসনে নির্বাচন করবেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার তিনটি আসন থেকে নির্বাচন করবেন বলে আশা করা হচ্ছে। এ ৩টি আসন হচ্ছে- ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭। এ তিনটি আসনেই খালেদা জিয়ার শক্ত অবস্থান রয়েছে। অতীতেও তিনি এ তিন আসন থেকে নির্বাচন করে কখনও পরাজিত হননি। তবে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা মাথায় নিয়ে কারাগারে বন্দী থাকায় তিনি শেষ পর্যন্ত নির্বাচন করতে পারবেন কি না এ নিয়ে সংশয় রয়েছে। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এবার ৩টি আসন থেকে নির্বাচন করছেন। আসনগুলো হচ্ছে রংপুর-৩, সাতক্ষীরা-৪ ও ঢাকা-১৭। এর মধ্যে তিনি আগেও রংপুর-৩ ও ঢাকা-১৭ থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছেন। আর সাতক্ষীরা-৪ আসনটি জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হওয়ায় সেখান থেকে নির্বাচন করলেও তিনি বিজয়ী হবেন বলে দলীয় নেতাকর্মীরা মনে করছেন। এ ছাড়া এ ৩টি আসনের মধ্যে রংপুর-৩ ছাড়া বাকি ২টি আসনের যে কোন একটি বাদ দিয়ে এরশাদ নারায়ণগঞ্জ- আসনেও প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে। অবশ্য তিনি শেষ পর্যন্ত কোন ৩টি আসন থেকে নির্বাচন করবেন এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। তবে আওয়ামী লীগের সঙ্গে মহাজোটে নির্বাচন করলে যেখান থেকেই নির্বাচন করুন না কেন এরশাদের বিজয়ের সম্ভাবনা প্রবল। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা ও যুক্তফ্রন্টের সভাপতি অধ্যাপক ডাঃ একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবার মুন্সীগঞ্জ-৩ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করে নির্বাচন করলে এ আসন থেকে তিনি নির্বাচিত হতে পারবেন বলে অভিজ্ঞ মহল মনে করছেন। আর আওয়ামী লীগের সঙ্গে না গিয়ে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচন করলে ফল কি হবে তা নিশ্চিত করে বলা যায় না বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট এবারের নির্বাচনে নতুন রাজনৈতিক জোট হিসেবে নির্বাচন করছে। এ জোটের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নির্বাচন করছেন ঢাকা-১০ আসন থেকে। ধানের শীষ নিয়ে তিনি নির্বাচন করলেও এ এলাকায় আওয়ামী লীগের শক্ত অবস্থান থাকায় তার নির্বাচনী ফল কি হবে তা দেখার জন্য নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবারও নোয়াখালী-৫ আসন থেকে নির্বাচন করছেন। তবে এ আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদও নির্বাচন করছেন। এ আসনে এ দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তবে আওয়ামী লীগের প্রার্থী ওবায়দুল কাদের সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে জানা গেছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এবারও নির্বাচন করছেন ফরিদপুর-২ আসন থেকে। দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঝালকাঠি-২ আসন ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভোলা-১ আসন থেকে নির্বাচন করছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী শেরপুর-২ আসন থেকে, সংস্থাপন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ-১, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ-১ আসন থেকে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম গোপালগঞ্জ-২, কর্নেল (অব) মুহম্মদ ফারুক খান গোপালগঞ্জ-১, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ ও ড. মোঃ আব্দুর রাজ্জাক টাঙ্গাইল-১ আসন থেকে নির্বাচন করছেন। এ ছাড়াও এবার হবিগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রার্থী হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সহকারী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারপার্সন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ ময়মনসিংহ-৪, কো-চেয়ারম্যান জি এম কাদের লালমনিরহাট-৩ এবং জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ ও ৪ আসন থেকে নির্বাচন করছেন বলে জানা গেছে। ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এবারও ঢাকা-৮ আসনে জোটের প্রার্থী। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল ইনু কুষ্টিয়া-২, ওয়ার্কার্স পার্টির নেতা মঈনউদ্দিন খান বাদল চট্টগ্রাম-৮, বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা ঢাকা-১ অথবা ঢাকা-১৭ এবং জাতীয় পার্টি জেপি সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ঠাকুরগাঁও-১, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১ ও ২, লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান দিনাজপুর-১, মির্জা আব্বাস ঢাকা-৮, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ আসন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ঢাকা-১৬, ড. আবদুল মঈন খান নরসিংদী-২ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচন করছেন। ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব) অলি আহমদ চট্টগ্রাম-১৪ আসন থেকে নির্বাচন করতে চান। তবে এ আসন থেকে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীও নির্বাচন করতে চান। সে ক্ষেত্রে চট্টগ্রাম-৮ আসনে নির্বাচন করতে পারেন অলি আহমদ। টাঙ্গাইল-৮ আসনে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী লড়তে চান। এ ছাড়াও ঢাকার একটি আসনেও তিনি লড়তে চান। বগুড়া-২ আসন থেকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ঢাকা-২ ও ৩ আসনে নির্বাচন করতে চান। মৌলভীবাজার-২ আসনে ঐক্যফ্রন্টের হয়ে লড়তে চার সাবেক ডাকসুর ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। আর লক্ষ্মীপুর-৪ আসনের পাশাপাশি ঢাকায় একটি আসনে লড়তে চান জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন কুমিল্লা-৪ থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। বিকল্পধারার মহাসচিব মেজর (অব) আবদুল মান্নান নোয়াখালী-৪ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।
×