ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বপ্নপূরণে ড. কামাল ছাড়া কেউ নেই ॥ রেজা কিবরিয়া

প্রকাশিত: ০৫:৪০, ১৯ নভেম্বর ২০১৮

 স্বপ্নপূরণে ড. কামাল ছাড়া কেউ নেই ॥  রেজা কিবরিয়া

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী ঘর ছেড়ে কেন গণফোরামে এলেন- এ ব্যাখ্যা দিলেন রেজা কিবরিয়া। রবিবার গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামালের মতিঝিলের চেম্বারে এক সংবাদ সম্মেলনে তিনি দলবদলের কারণ ব্যাখ্যা করেন। আপনার বাবা (শাহ এএমএস কিবরিয়া) আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন। এতদিন আপনিও আওয়ামী লীগের সমর্থক ছিলেন। এখন হঠাৎ কেন ঐক্যফ্রন্টে যোগ দিলেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. রেজা কিবরিয়া বলেন, যে আদর্শের জন্য আমার বাবা লড়াই করেছেন, যে পার্টির নাম বললেন তারা (আওয়ামী লীগ) সে আদর্শ থেকে অনেক দূরে চলে গেছে। এর আগে ড. কামালের চেম্বারে গিয়ে আনুষ্ঠানিক জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে দলের মনোনয়নপত্র জমা দেন রেজা কিবরিয়া। নির্বাচনে তিনি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে প্রার্থী হয়েছেন। ড. রেজা কিবরিয়া বলেন, বাবা সরকারী কর্মচারী ছিলেন, তিনি বাংলাদেশকে সার্ভ করেছেন। বঙ্গবন্ধুর অধীনে ফরেন মিনিস্ট্রিতে ছিলেন, উনি দেশকে সার্ভ করেছেন। বাবা হয়তো কোন ব্যক্তি, গোষ্ঠী বা দলের প্রতি অনুগত থাকতে পারেন কিন্তু তিনি সবকিছুই দেশ ও দেশের মানুষের জন্য করেছেন। তিনি বলেন, আমি আমার আদর্শ থেকে এক চুলও পিছু হটিনি। আমি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি, বঙ্গবন্ধু সে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নপূরণ করার মতো ড. কামাল স্যার ছাড়া আর কেউ নেই। দেশের মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষায় এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ড. কামাল যে ঐক্যের ডাক দিয়েছেন, আমি তাতে সাড়া দিয়েছি। বিএনপি ক্ষমতায় থাকার সময় বাবা (কিবরিয়া) খুন হন। বিএনপি সেই হত্যার বিচার করেনি; তবু কেন বিএনপি জোটে যোগ দিচ্ছেনÑ এমন প্রশ্নে রেজা কিবরিয়া বলেন, আমি আমার বাবার হত্যার বিচার দাবি থেকে পিছিয়ে যাইনি। বাবার হত্যাকা-ে জড়িতদের কিংবা নেপথ্যে যারা ছিলেন তাদের সঙ্গেও আমার কোন আপোস নেই। বিএনপি ক্ষমতা ছাড়ার পর দুই বছর ক্ষমতায় ছিল বিশেষ সরকার, তারাও বিচার করতে পারল না। এরপর তো আওয়ামী লীগ টানা সাড়ে ৯ বছর ধরে ক্ষমতায়, তারা কেন কিবরিয়া হত্যার বিচার করল না? এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী প্রমুখ। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিদায়ের ঘোষণায় হবিগঞ্জ-৪ আসনে সাবেক গবর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে আওয়ামী লীগের প্রার্থী করার পরিকল্পনার মধ্যে হবিগঞ্জ-১ আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত জানালেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। রেজার বাবা শাহ এএমএস কিবরিয়া শেখ হাসিনার ১৯৯৬-২০০১ সালের সরকারে অর্থমন্ত্রী ছিলেন। ২০০১ সালে হবিগঞ্জ-১ আসনে (নবীগঞ্জ-বাহুবল) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০৫ সালে হবিগঞ্জে গ্রেনেড হামলায় নিহত হন তিনি। বাবা আওয়ামী লীগ করলেও অন্য দলে গিয়ে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে রেজা শনিবার বলেন, আমার বাবা আওয়ামী লীগের রাজনীতি করলেও আমি কখনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হইনি। এছাড়া গত ১৪ বছরেও আমার বাবার হত্যাকারীদের বিচারের আওতায় আনতে পারেনি আওয়ামী লীগ। জাতিসংঘের সাবেক কর্মকর্তা শাহ কিবরিয়ার মতো তার ছেলে রেজাও জাতিসংঘে কাজ করছেন। রেজার জন্ম নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামে হলেও তার কৈশোর আর যৌবনের বেশিরভাগ সময় কেটেছে বিদেশে। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি যখন অন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে জোট করল, তখনই তাতে ভিড়লেন রেজা। রেজা জানান, জাতীয় ঐক্যফ্রন্ট মনোনয়ন দিলে তিনি ধানের শীষ প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবেন। রেজা কিবরিয়ার খবরে নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী বলেন, ড. রেজা কিবরিয়ার বাবা হত্যা মামলার আসামি বিএনপি নেতাকর্মী। সেই রেজা কিবরিয়া ধানের শীষ নিয়ে নির্বাচন করলে এটা আমাদের জন্য চরম বিব্রতকর।
×