ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুয়াকাটায় রাসমেলার দখল নিয়ে দুই গ্রুপের বিক্ষোভ

প্রকাশিত: ০৫:০৮, ১৯ নভেম্বর ২০১৮

 কুয়াকাটায় রাসমেলার  দখল নিয়ে দুই  গ্রুপের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৮ নবেম্বর ॥ কুয়াকাটা সৈকতে রাসমেলার পজিশন বিক্রি এবং দখল নিয়ে স্থানীয় কাউন্সিলর ও সানরাইজ হোটেলের মালিক কেএম শাহজালাল গংদের সঙ্গে বাগবিতন্ডার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় রবিবার কাউন্সিলর শাহ আলম হাওলাদারের নেতৃত্বে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেছে। জানা গেছে, রবিবার সকালে সানরাইজ হোটেলের মালিক শাহজালাল মিয়া সৈকতের পশ্চিম পাশের বেলাভূমি রাসমেলায় আগত ভাসমান দোকানির কাছে বিক্রির জন্য পজিশন দখল এবং ঘর নির্মাণ করতে যায়। এ কাজে বাধা দেন কুয়াকাটা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহ আলম হাওলাদার, শ্রমিক লীগ কুয়াকাটা পৌর শাখার সভাপতি আব্বাস কাজী। এ নিয়ে দুই পক্ষের বাগবিতন্ডায় উত্তেজনা দেখা দেয়। এ সময় অর্ধশত ব্যবসায়ীর নেতৃত্বে কুয়াকাটা মহাসড়কে শাহ আলম অনুসারীরা মিছিল করেন। তারা শাহজালাল মিয়ার বিরুদ্ধে দোকানির কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ করেন। এমনকি বেলাভূমে দোকান বসানোর নামে চাঁদা নেয়ার ঘটনায় পুলিশও জড়িত বলে মিছিলকারীদের দাবি। ক্ষুদ্র ব্যবসায়ী ইসমাইল জানান, সমুদ্র সৈকতের বালিতে বাঁশের বেড়া দিয়ে পজিশন দখল করে রাস পূর্ণিমার মেলায় আগত ভাসমান দোকানির কাছে হাত মেপে বিক্রি করছে। সরকারী জমিতে ব্যবসার জন্য ভাসমান ব্যবসায়ীদের কাছ থেকে ৫শ’ থেকে এক হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। জোর করে এ টাকা আদায় করা হচ্ছে। এতে ভোগান্তির পাশাপাশি সরকারের সুনাম ক্ষুণœ হচ্ছে বলে ব্যবসায়ীদের দাবি।
×