ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাজী দানেশ ভার্সিটিতে ৬১ শিক্ষকের ক্লাস বর্জন

প্রকাশিত: ০৫:০৭, ১৯ নভেম্বর ২০১৮

 হাজী দানেশ ভার্সিটিতে ৬১ শিক্ষকের ক্লাস  বর্জন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো প্রতীকী অবস্থান কর্মসূচী পালন করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা। রবিবার দ্বিতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে এ কর্মসূচী পালন করেন সদ্য পদোন্নতি পাওয়া ৬১ শিক্ষক। বেতন বৈষম্যের অবসান, বর্ধিত বেতন স্কেল বহাল ও নারী শিক্ষকসহ শিক্ষকদের ওপর হামলা প্রতিবাদে তারা এই কর্মসূচী পালন করেন। একই সঙ্গে শিক্ষকদের ওপর হামলার ইঙ্গিতদাতা প্রক্টর, ছাত্র ও পরামর্শ শাখার পরিচালক এবং রেজিস্ট্রারের বহিষ্কারের দাবি করেছেন। শিক্ষকরা ঘোষণা দিয়েছেন, তাদের ওপর হামলাকারীদের বিচার ও নিয়ম অনুযায়ী বেতন দেয়া না হলে এ কর্মসূচী অব্যাহত থাকবে এবং কঠোর আন্দোলন কর্মসূচী পালন করা হবে। সোমবারের মধ্যে দাবি মেনে না হলে মঙ্গলবার থেকে আমরণ অনশন কর্মসূচী শুরুর ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মুখে কালো কাপড় বেঁধে এ কর্মসূচী পালন করেন। কর্মসূচীর দ্বিতীয় দিন রবিবার সকাল থেকে শিক্ষকরা সব ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। শিক্ষকদের অভিযোগ, গত ১১ অক্টোবর রিজেন্ট বোর্ডের সভায় তাদের সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেয়া হয়। এই ৬১ জন শিক্ষককে পদোন্নতি দেয়া হলেও পদ অনুযায়ী বর্ধিত বেতন দেয়া হচ্ছিল না। এই ঘটনার প্রতিবাদ জানাতে ও কারণ জানতে গত বুধবার বিকেলে তারা বিশ্ববিদ্যালয়ের ট্রোজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হাওলাদারের কক্ষে যান। সেখানে কথা চলাকালীন সময় সিনিয়র শিক্ষকরা তাদের ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের করে দেয়। এরপর কিছু ছাত্র সিনিয়র শিক্ষকদের ইঙ্গিতে তাদের মারধর করে। এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনাসহ বর্ধিত বেতন দেয়ার দাবিতে তারা সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
×