ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যানজটপ্রবণ সড়কসমূহ ‘ওয়ানওয়ে’ হবে ॥ মেয়র

প্রকাশিত: ০৫:০৬, ১৯ নভেম্বর ২০১৮

যানজটপ্রবণ সড়কসমূহ  ‘ওয়ানওয়ে’  হবে ॥ মেয়র

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীতে অতিরিক্ত যানজট মুক্ত রাখতে গুরুত্বপূর্ণ সড়কসমূহ ওয়ানওয়ে করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) কর্তৃপক্ষ)। রবিবার রাজশাহীতে একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, যেসব সড়কে বেশি যানজটের সৃষ্টি হয় সেগুলো ওয়ানওয়ে করা হবে। এ নিয়ে ইতোমধ্যে মহানগর পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে। সেখানে বেশকিছু গুরুত্বপূর্ণ সড়ক নিয়ে কথা হয়েছে। মেয়র বলেন, নগরীর লক্ষীপুর মোড় থেকে ঝাউতলা মোড় হয়ে মিশন হাসপাতাল পর্যন্ত সড়কটি অধিক ব্যস্ত। এ কারণে এ সড়কটি ওয়ানওয়ে করা হবে। এছাড়া সাহেববাজারের ভুবনমোহন পার্ক রাস্তা, প্যান্ডেল পট্টি, গণকপাড়া রাস্তাও ওয়ানওয়ের তালিকায় নিয়ে এসেছি। একাজে সবার সহযোগিতা কামনা করেন মেয়র লিটন। রবিবার সকালে নগরীর লক্ষ্মীপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার ফরিদ মোঃ শামীমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পপুলার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ মোস্তাফিজুর রহমান, ওয়ান ফার্মা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রাসিকের ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, সাবেক কাউন্সিলর শাহ আলমগীর, রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনসারুল ইসলাম প্রমুখ।
×