ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএসপিএ এ্যাওয়ার্ড নাইট

প্রকাশিত: ০৪:৫৮, ১৯ নভেম্বর ২০১৮

  বিএসপিএ এ্যাওয়ার্ড নাইট

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যাক্স-বিএসপিএ এ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠিত হলো। এ বছরের বর্ষসেরা সাংবাদিকের স্বীকৃতি পেয়েছেন কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নোমান মোহাম্মদ। শনিবার নগরীর এক হোটেলে আয়োজিত জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও সাবেক কৃতী ফুটবলার কাজী মোহাম্মদ সালাউদ্দিন। বিএসপিএ সভাপতি মোস্তফা মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ানুজ্জামান রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসপিএ’র সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদ আনন্দ।এবারই পরিসর বেড়েছে ম্যাক্স-বিএসপিএ এ্যাওয়ার্ডের। যুক্ত হয়েছেন ফটো সাংবাদিক ও অন্য দুই ক্রীড়া সাংবাদিক সংগঠনের সদস্যরাও। পুরস্কারের মঞ্চেও তাদের গর্বিত পদচারণা। সেরা সাক্ষাতকারের জন্য আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন কালের কণ্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি সনৎ বাবলা। রানারআপ একই প্রতিষ্ঠানের নোমান মোহাম্মদ ও মাসুদ পারভেজ। বর্ষসেরা এক্সক্লুসিভ রিপোর্টের জন্য বদি-উজ-জামান ট্রফি পেয়েছেন এটিএন নিউজের শেখ আশিক। রানারআপ হয়েছেন নোমান মোহাম্মদ ও চ্যানেল টোয়েন্টিফোরের রিয়াসাদ আজিম। সেরা সিরিজ রিপোর্টের জন্য আব্দুল হামিদ ট্রফি জিতেছেন নোমান মোহাম্মদ, রানার্সআপ শামীম চৌধুরী (এশিয়ানমেইল২৪ ডটকম) ও মাসুদ আলম (প্রথম আলো)। সেরা ফিচার রিপোর্ট/ ডকুমেন্টারির জন্য রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম। রানার্সআপ রানা আব্বাস, শাহজাহান কবীর ও সনৎ বাবলা। সেরা আলোকচিত্রের জন্য বদরুল হুদা ট্রফি জিতেছেন নিউ এজ পত্রিকার সৌরভ লস্কর। রানারআপ মীর ফরিদ ও প্রথম আলোর শামসুল হক টেংকু। বিশেষ স্বীকৃতি পেয়েছেন রাহেনুর ইসলাম, ফয়সাল তিতুমীর, রাশেদুল ইসলাম, আরিফুল ইসলাম রনি ও রফিকুল হায়দার ফরহাদ।
×