ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় এবার টেস্ট সিরিজে ফেবারিট ভারত ॥ ওয়ার্ন

প্রকাশিত: ০৪:৫৭, ১৯ নভেম্বর ২০১৮

 অস্ট্রেলিয়ায় এবার টেস্ট সিরিজে ফেবারিট  ভারত ॥ ওয়ার্ন

স্পোর্টস রিপোর্টার ॥ তিনবার অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ ড্র করেছে ভারতীয় ক্রিকেট দল। আর হেরেছে ৮টি সিরিজ। তবে সাম্প্রতিক সময়ে ফর্মের তুঙ্গে আছে বিরাট কোহলির দল। আর উল্টো পরিস্থিতি অস্ট্রেলিয়ার। নিজেদের এবং বিদেশের মাটিতেও বেশ সংগ্রাম করছে তারা নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য। সে কারণেই এবার অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথমবার টেস্ট সিরিজ জয়ের সম্ভাবনা অনেক বেশি দেখতে পাচ্ছেন কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। ৪ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফি আগামী মাসে শুরু হবে। গত মার্চে বল টেম্পারিং ইস্যুতে টালমাটাল হয়ে পড়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। মাঠের সেই ঘটনা বেশকিছু পরিবর্তন আনে অসি ক্রিকেট দলে। তারপর থেকেই সব ফরমেটের ক্রিকেটেই বেশ কঠিন সময় কাটছে অস্ট্রেলিয়ার। দলের অন্যতম দুই পারফর্মার স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার নিষেধাজ্ঞার কারণে নেই সিরিজে। আর এটিকেই বিরাট কোহলিদের জন্য দারুণ সুযোগ মনে করছেন ওয়ার্ন। যদিও আগে অস্ট্রেলিয়ার মাটিতে একেবারেই ভাল কোন রেকর্ড নেই ভারতের। তাছাড়া সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সফরেও হেরে এসেছেন কোহলিরা। কিন্তু ওয়ার্ন আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলকেই ফেবারিট মনে করছেন। তিনি বলেন, ‘যতদূর আমি মনে করতে পারছি প্রথমবারের মতো এবার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে ফেবারিট হিসেবে খেলতে আসছে ভারতীয় দল। আমার মনে হয় অস্ট্রেলিয়ার ব্যাটিং সব ফরমেটের খেলায় বর্তমানে বিশৃঙ্খল পরিস্থিতিতে আছে। তাদের এটা নিয়ে যত দ্রুত সম্ভব কিছু একটা করতে হবে।’
×