ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আবুধাবি টেস্টের নিয়ন্ত্রণে পাকিস্তান

প্রকাশিত: ০৪:৫৭, ১৯ নভেম্বর ২০১৮

 আবুধাবি টেস্টের নিয়ন্ত্রণে  পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ আবুধাবি টেস্টের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে পাকিস্তানের হাতে। ব্যতিক্রম কিছু না ঘটলে কার্যত জয় দেখছে সরফরাজ আহমেদের দল। কারণ ১০ উইকেট ও পুরো দুইদিন হাতে রেখে তাদের চাই আর মাত্র ১৩৯ রান। প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে ১৫৩ ও ২৪৯ রানে অলআউট করে বোলাররাই পাকিস্তানকে জয়ের কাছাকাছি নিয়ে এসেছে। যেখানে নেতৃত্ব দিয়েছেন পেসার হাসান আলি ও লেগস্পিনার ইয়াসির শাহ। দ্বিতীয় ইনিংসে দু’জনই নিয়েছেন সমান পাঁচটি করে উইকেট। মাত্র ১৭৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তৃতীয়দিন শেষে কোন উইকেট না হারিয়ে সরফরাজদের সংগ্রহ ৩৭। মোহাম্মদ হাফিজ ৮ ও ইমাম উল হক ২৫ রান নিয়ে ক্রিজে আছেন। প্রথম ইনিংসে তাদের দলীয় সংগ্রহ ছিল ২২৭। আমিরাতে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলছে দু’দল। ১ উইকেটে ৫৬ রান নিয়ে রবিবার দ্বিতীয়দিন দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে নিউজিল্যান্ড। ১৯৩ রান যোগ করতে এদিন বাকি ৯ উইকেট হারায় কিউইরা। বিজে ওয়াটলিং (৫৯) ও হেনরি নিকোলস (৫৫) হাফ সেঞ্চুরি পেলেও ব্যাট হাতে আর কেউ খুব বড় স্কোর পাননি। ৩৭ রান করে আউট হন অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়া ওপেনার জিত রাভালের ব্যাট থেকে আসে ৪৬ রান। সবমিলিয়ে চিরচেনা কন্ডিশনে ব্ল্যাকক্যাপসদের লিড বড় করতে দেননি পাকিস্তানী বোলাররা। দুর্দান্ত বোলিং করেছেন হাসান আলি ও ইয়াসির শাহ। পেসার হাসান ৫ উইকেট নিতে মাত্র ৪৫ রান খরচ করেন। আর লেগস্পিনার ইয়াসির সমান শিকারের জন্য খরচ করেন ১১০ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ ওভার বোলিংও করেন তিনি। উল্লেখ্য, টেস্টের আগে ওয়ানডে-টি২০ দুই সিরিজেই পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয় উইলিয়ামসনের নিউজিল্যান্ড। স্কোর ॥ নিউজিল্যান্ড প্রথম ইনিংস ॥ ১৫৩/১০ (৬৬.৩ ওভার; রাভাল ৭, লাথাম ১৩, উইলিয়ামসন ৬৩, টেইলর ২, নিকোলস ২৮, ওয়াটলিং ১০, ডি গ্র্যান্ডহোম ০, সোধি ৪, ওয়েগনার ১২, প্যাটেল ৬, বোল্ট ৪*; আব্বাস ২/১৩, হাসান ২/৩৮, বিলাল ১/৩৩, ইয়াসির ৩/৫৪, হারিস ২/১১, হাফিজ ০/০) ও দ্বিতীয় ইনিংস ॥ ২৪৯/১০ (১০০.৪ ওভার; রাভাল ৪৬, লাথাম ০, উইলিয়ামসন ৩৭, রস টেলর ১৯, নিকোলস ৫৫, ওয়াটলিং ৫৯, গ্রান্ডহোম ৩, সোধি ১৮, ওয়াগনার ০, প্যাটেল ৬*, বোল্ট ০; হাসান আলি ৫/৪৫, ইয়াসির ৫/১১০, আব্বাস ০/৩১)। পাকিস্তান প্রথম ইনিংস ॥ ২২৭/১০ (৮৩.২ ওভার; ইমাম ৬, হাফিজ ২০, আজহার ২২, হারিস ৩৮, শফিক ৪৩, বাবর ৬২, সরফরাজ ২, বিলাল ১১, ইয়াসির ৯; বোল্ট ৪/৫৪, ডি গ্রান্ডহোম ২/৩০, আইজাজ প্যাটেল ২/৬৪) ও দ্বিতীয় ইনিংস ॥ ৩৭/০ (৮ ওভার; হাফিজ ৮, ইমাম ২৫)। ** তৃতীয়দিন শেষে
×