ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ফিগার স্কেটিং

মস্কোয় চ্যাম্পিয়ন হানিয়ু-জাগিতোভা

প্রকাশিত: ০৪:৫৫, ১৯ নভেম্বর ২০১৮

  মস্কোয় চ্যাম্পিয়ন হানিয়ু-জাগিতোভা

স্পোর্টস রিপোর্টার ॥ অনুশীলন করার সময় পড়ে গিয়েছিলেন, ইনজুরিতে রোস্টটেলিকম কাপে অংশ নেয়াটাই অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু এরপরও ২৩ বছর বয়সী ইয়ুজুরু হানিয়ু ঠিকই জয় তুলে নিয়েছেন। শুক্রবার শর্ট প্রোগ্রামে বিশ্বরেকর্ড গড়ার কারণে এমনিতেই ২০ পয়েন্টের লিড নিয়ে এগিয়ে ছিলেন এ জাপানী স্কেটার। ডান পায়ের গোড়ালিতে ইনজুরি নিয়েই শেষ পর্যন্ত ফ্রি স্কেটে দারুণ নৈপুণ্য দেখিয়ে হানিয়ু স্বর্ণপদক জিতেছেন মস্কোয় অনুষ্ঠিত কাপ অব রাশিয়াতে। আর মেয়েদের বিভাগে গত অলিম্পিকে চ্যাম্পিয়ন রাশিয়ার এলিনা জাগিতোভা জিতেছেন স্বর্ণ। উভয়ে আগামী মাসে ভ্যানকুভারে অনুষ্ঠিতব্য গ্রা প্রি ফাইনাল নিশ্চিত করেছেন। হানিয়ু গত বছর ডান পায়ের গোড়ালিতে ভয়ানক ইনজুরির কারণে গ্রা প্রি ফাইনালে অংশ নিতে পারেননি। এবারও সেই শঙ্কা তৈরি হয়েছিল একই পায়ে আঘাত পাওয়ার পর। এরপর অনুশীলনই সেভাবে করেননি। তবে সেসব প্রভাব ফেলেনি তার নৈপুণ্যে। তবে চাপমুক্ত থাকতে পেরেছেন মূলত আগেভাগেই নিকটতম প্রতিপক্ষ জর্জিয়ার মরিসি ভিতেলাশভিলির চেয়ে ২০ পয়েন্ট এগিয়ে থেকে। শেষদিন ফ্রি স্কেটের প্রোগ্রামে অবশ্য খুব ভাল করতে পারেননি হানিয়ু। কিন্তু দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন এ জাপানী তারকা ফ্রি স্কেটে ১৬৭.৮৯ স্কোর করে ঠিকই ব্যবধান আরও বাড়িয়েছেন। সবমিলিয়ে ২৭৮.৪২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থেকে শেষ করেন হানিয়ু। তারচেয়ে ২৯.৮৪ পয়েন্ট পিছিয়ে ছিলেন মরিসি। রৌপ্য জেতা এ জর্জিয়ান স্কেটারের পয়েন্ট ছিল ২৪৮.৫৮। মেগাস্পোর্ট স্পোর্ট এ্যারেনায় হওয়া প্রতিযোগিতার শর্ট ও ফ্রি স্কেটে তিনিই দ্বিতীয় সেরা স্কোর গড়েছিলেন। এই প্রথম কোন গ্রা প্রি ইভেন্টে পদক জিতলেন তিনি। আর হানিয়ুর স্বদেশী ২০ বছর বয়সী কাজুকি তমোনো ২৩৮.৭৩ পয়েন্ট স্কোর নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। শর্ট প্রোগ্রাম শেষে তিনি চতুর্থ স্থানে ছিলেন। কিন্তু ফ্রি স্কেটে ১৫৬.৪৭ স্কোর করে সার্বিকভাবে তৃতীয় স্থানে উঠে আসেন। জয়ের পর সোচি ও পিয়ংচ্যাং অলিম্পিক চ্যাম্পিয়ন হানিয়ু বলেন, ‘আমি সকালে পা বাঁকাতে গিয়ে খুব ব্যথা অনুভব করেছিলাম। তবে এটা গত বছরের মতো অতটা খারাপ নয়। এ জন্য আমার পারফর্মের কৌশল পাল্টাতে হয়েছে এবং সে কারণে যেমনটা চেয়েছি তেমন করতে পারিনি। হয়তো আরও ভাল করা সম্ভব ছিল।’ এ মৌসুমে হেলসিঙ্কির পর এটি তার দ্বিতীয় স্বর্ণপদক। রাশিয়ার ১৬ বছর বয়সী কিশোরী শর্ট প্রোগ্রামে বাজে নৈপুণ্য দেখিয়েও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছেন সবমিলিয়ে ২২২.৯৫ পয়েন্ট স্কোর নিয়ে। তারচেয়ে ফ্রি স্কেটে মাত্র ১.৫ পয়েন্ট পিছিয়ে ছিলেন স্বদেশী সোফিয়া সামোদুরোভা। জাগিতোভা ট্রিপল জাম্পে দুইবার প্রচেষ্টা চালিয়ে নিখুঁতভাবে নেমে আসতে পারেননি। কিন্তু সামোদুরোভা তার ৭টি ট্রিপল জাম্পেই পরিষ্কারভাবে ল্যান্ড করতে পেরেছেন। তবে প্রোগ্রামের অন্য অংশগুলোতে জাগিতোভার দুর্দান্ত নৈপুণ্যই শেষ পর্যন্ত বাঁচিয়েছে তাকে। দক্ষিণ কোরিয়ার লিম ইউন-সু ব্রোঞ্জ জেতেন তৃতীয় অবস্থানে থেকে। জয়ের পর জাগিতোভা বলেন, ‘আমার পারফর্মেন্স ভাল এটা আমি কোনভাবেই বলতে পারছি না। শেষ জাম্পে আমি খুবই বোকার মতো ভুল করেছি। নিজেকে নিয়ে অনেক কাজ করে এখন আমার যতটা সম্ভব সুন্দরভাবে সবকিছু সম্পন্ন করতে হবে।’
×