ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম নির্বাচন কমিশন থেকে আরও ২১টি মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত: ০৪:৪৬, ১৯ নভেম্বর ২০১৮

 চট্টগ্রাম নির্বাচন কমিশন থেকে আরও ২১টি মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় থেকে রবিবার সংগৃহীত হয়েছে আরও ২১টি মনোনয়নপত্র। এদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও মীর মোহাম্মদ নাসির উদ্দিনসহ দলটির ১১ নেতা মনোনয়নপত্র তুলে নেন। আর আওয়ামী লীগের ডাঃ আফসারুল আমীনসহ চার নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে রবিবার পর্যন্ত চট্টগ্রামে মনোনয়ন সংগৃহীত হয়েছে ১০৮টি। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রবিবার যারা মনোয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন চট্টগ্রাম-১ আসনে মোঃ মাহবুবুর রহমান (বিএনপি), চট্টগ্রাম-৪ আসনে মোঃ আশরাফ হোসেন (ইসলামিক ফ্রন্ট), চট্টগ্রাম-৫ আসনে মীর মোহাম্মদ নাসির উদ্দিন (বিএনপি), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (বিএনপি), মঈনউদ্দিন রুহী (ইসলামী ঐক্যজোট), চট্টগ্রাম-৭ আসনে মোঃ ফয়সাল ইকবাল (আওয়ামী লীগ), চট্টগ্রাম-৮ আসনে রেজাউল করিম চৌধুরী (আওয়ামী লীগ), এসএম ইকবাল হোসেন (বিএনএফ), চট্টগ্রাম-৯ আসনে ডাঃ শাহাদাত হোসেন (বিএনপি), মোঃ আবুল হাশেম (বিএনপি), মোঃ শামসুল আলম (বিএনপি), চট্টগ্রাম-১০ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী (বিএনপি), আবদুল্লাহ আল নোমান (বিএনপি), ডাঃ আফসারুল আমীন (আওয়ামী লীগ), মহিউদ্দিন বাচ্চু (আওয়ামী লীগ), মোঃ মহিন উদ্দিন (বাসদ), চট্টগ্রাম-১১ আমীর খসরু মাহমুদ চৌধুরী (বিএনপি), চট্টগ্রাম-১২ আসনে মোঃ এনামুল হক (বিএনপি), এমএ মতিন (ইসলামিক ফ্রন্ট), চট্টগ্রাম-১৪ কাজী মোজাম্মেল হক চৌধুরী (বিএনপি) এবং চট্টগ্রাম-১৬ আসনে মোঃ লিয়াকত আলী (বিএনপি)।
×