ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাউশি ও নায়েমে নতুন ডিজি নিয়োগ

প্রকাশিত: ০৪:৪৬, ১৯ নভেম্বর ২০১৮

  মাউশি ও নায়েমে নতুন ডিজি নিয়োগ

স্টাফ রিপোর্টার ॥ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) নতুন মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ডিআইএতে নিয়োগ পেয়েছেন নতুন পরিচালক। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মোঃ গোলাম ফারুককে মাউশির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। অধ্যাপক মোঃ মাহাবুবুর রহমান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে গত ৩ নবেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর থেকে মহাপরিচালকের চলতি দায়িত্ব পালন করছিলেন মাউশির পরিচালক (কলেজ) অধ্যাপক মোহাম্মদ শামছুল হুদা। শিক্ষা মন্ত্রণালয়ের আরেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ডিআইএর পরিচালক অধ্যাপক আহাম্মেদ সাজ্জাদ রশীদকে নায়েমের মহাপরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার। প্রায় তিন বছর যাবত তিনি পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের পরিচালক পদে ছিলেন।
×