ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা ডেকেছে ইসি

প্রকাশিত: ০৪:৪৫, ১৯ নভেম্বর ২০১৮

  আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা ডেকেছে ইসি

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা ডেকেছে নির্বাচন কমিশন। আগামী ২২ নবেম্বর বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনের সকাল সাড়ে ১০ এই সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা সভাপতিত্ব করবেন। এতে চার কমিশনার ছাড়াও ইসির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সভায় উপস্থিত থাকার জন্য পুলিশের মহাপরিদর্শক, জননিরাপত্তা বিভাগের সচিব, সব মেট্রপলিটন পুলিশ কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক ও পুলিশ সুপারদের আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগাম নির্বাচন প্রচারসামগ্রী নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার সময়সীমা রবিবার শেষ হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে কমিশনের এই নির্দেশ প্রতিপালন করা না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, রবিবারের মধ্যে আগাম সব ধরনের নির্বাচনী প্রচারণা সরিয়ে ফেলতে হবে। যদি কেউ সরিয়ে না ফেলেন তাহলে ব্যবস্থা নেয়া হবে। কেউ নির্ধারিত সময়ে ব্যক্তিগতভাবে না সরালে রিটার্নিং অফিসারকে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া আছে। তারপরও কেউ না সরালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগুলো সরানোর নির্দেশনা দেয়া হবে। তফসিল ঘোষণার পর থেকে কমিশনের পক্ষ থেকে আগাম প্রচারসামগ্রী সরিয়ে নেয়ার সময়সীমা বেঁধে দেয়া হয়। এ বিষয়ে রিটার্নিং সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া কমিশন বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে গত কয়েকদিন ধরেই আগাম প্রচার সামগ্রী সরিয়ে নেয়ার আহ্বান জানিয়ে আসছে।
×