ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এলাকাবাসীর ভোগান্তি

ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়ক বেহাল

প্রকাশিত: ০৪:১২, ১৯ নভেম্বর ২০১৮

ময়মনসিংহ-ফুলবাড়িয়া  সড়ক বেহাল

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের বেহাল দশার কারণে এলাকাবাসীর ভোগান্তি চরমে উঠেছে। মেরামত ও সংস্কারের অভাবে সড়কটির অসংখ্য জায়গায় সিলকোটের কার্পেটিং ও ইট-সুরকি উঠে সৃষ্টি হয়েছে মরণফাঁদের খানাখন্দ। গত বর্ষায় এসব খানাখন্দ ছিল কাদাজলে একাকার। বর্ষাকালে মানুষের ভোগান্তির সীমা থাকছে না। বিশেষ করে রোগীদের ভোগান্তি অসহনীয় হয়ে উঠেছে। অভিযোগ-আওয়ামী লীগের একাধিকবারের স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মোসলেম উদ্দিন আহমদ ও সড়ক বিভাগের গাফিলতির কারণেই ফুলবাড়িয়ার মানুষের এই দুর্ভোগ। খোদ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে জানান, বর্তমান সরকারের উন্নয়ন সারাদেশে যেখানে দৃশ্যমান সেখানে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের বেহাল ও ভগ্নদশাই জানান দিচ্ছে ফুলবাড়িয়ার অবস্থা কী। এই সড়কের বেহাল দশা আগামী নির্বাচনে প্রভাব ফেলবে বলে আশঙ্কা আওয়ামী লীগ নেতৃবৃন্দের। স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ জেলা সদর থেকে ফুলবাড়িয়া উপজেলা সদরে যাতায়াতে সড়ক ও জনপথ বিভাগের অধীন প্রধান ২১ কিলোমিটারের এই সড়কটির বেহাল দশা প্রায় এক দশক ধরে। মেরামত ও সংস্কারের অভাবে গত এক বছর ধরে সড়কটি এতটাই বেহাল যে যানবাহন চলাচল করতে ঝুঁকি নিতে হচ্ছে। গত বর্ষার পর থেকে সড়কের ফুলবাড়িয়া বাজার, ভালুকজান, কেশরগঞ্জ বাজার, বাকতাবাজার, জোড়বাড়িয়া, দেওখলা বাজার ও দাপুনিয়া বাজারসহ বিভিন্ন জায়গায় সিলকোটের কার্পেটিং ও ইট-সুরকি উঠে সৃষ্টি হয়েছে ছোটবড় অসংখ্য গর্তের। এসব গর্ত হা করে থাকছে। মরণফাঁদে পরিণত হওয়া এসব গর্তে প্রায়ই উল্টে পড়ছে ছোটবড় যানবাহন। এ সময় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে রোগীসহ নারী ও শিশুরা। ফুলবাড়িয়া থেকে ময়মনসিংহ সদর হাসপাতালে যেতে প্রসূতিসহ মুমূর্ষু রোগীদের ভোগান্তির সীমা থাকছে না। স্থানীয় হাটবাজারে মালামাল পরিবহনেও এলাকাবাসীকে অসহনীয় দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বেড়েছে পরিবহন ব্যয়ও। যানবাহনের চালকরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, মেরামত না করায় ভাঙ্গাচোরা সড়কের কারণে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের পাতিসহ বিভিন্ন যন্ত্রাংশ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রয়োজন ছাড়া কোন আরোহী রিক্সায় উঠতে চান না বলে জানায় রিক্সা চালকরা। ফলে আর্থিক সঙ্কটে পড়ছে রিক্সাচালকরা। এসব নানা কারণে ফুলবাড়িয়ার মানুষের ক্ষোভ বাড়ছে। আগামী নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টির নেতা ডাঃ কেআর ইসলাম ও জাসদের সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ক্ষোভ প্রকাশ করে জানান, দেশের অনেক উন্নয়ন দৃশ্যমান হলেও নেতৃত্বের ব্যর্থতার কারণে ফুলবাড়িয়ার মানুষ উন্নয়ন বঞ্চিত। সড়কটির বেহাল দশার কারণে মানুষের কাছে যেতে বিব্রত আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দও। ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল কদ্দুছ জানান, সড়কটির বেহাল দশা ফুলবাড়িয়ার তৃণমূলের মানুষকে হতাশ করেছে। তবে এ নিয়ে কোন মন্তব্য করতে চাননি স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মোসলেম উদ্দিন আহমদ। ফুলবাড়িয়া উপজেলার নির্বাহী অফিসার লীরা তরফদার জানান, সড়কের উন্নয়নে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় প্রস্তাব করা হয়েছে। ইতোমধ্যে সড়ক উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ একনেকের সভায় পাস হয়েছে বলেও জানান তিনি।
×