ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত চার

প্রকাশিত: ০৪:১১, ১৯ নভেম্বর ২০১৮

রংপুরে সড়ক দুর্ঘটনায়  নিহত চার

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৮ নবেম্বর ॥ রংপুর সদর উপজেলার লাহিড়ীরহাটে রবিবার সকালে ট্রাকের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষে ৪ জন নিহত ও আহত হয়েছেন ৩ জন। নিহতরা হলেন মোস্তফা (৬৫,) বাদশা (৪৫), আসাদ (২৯)। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, রবিবার সকালে বদরগঞ্জগামী পল্লী বিদ্যুতের সরঞ্জামাদিবাহী একটি ট্রাকের সঙ্গে রংপুরগামী যাত্রী বোঝাই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি পাশের পুকুরে ছিটকে পড়ে গেলে ৪ জন মারা যায়। স্থানীয়রা নিহতদের লাশ উদ্ধার এবং ৩ যাত্রীকে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর রংপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান বরি নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে তৎক্ষণিক প্রদান করেন । সিরাজগঞ্জে দুই ভ্যানযাত্রী স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, রবিবার সকালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদে ট্রাকের চাপায় অটো ভ্যানের ২ যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহতরা হলো সিরাজগঞ্জ সদর থানার জাড়িলা গ্রামের আবদুস ছাত্তারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩২) ও আনোয়ার হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২০)। এরা দুজনেই সয়দাবাদ ৪৫০ মেগাওয়াট পাওয়ার প্লান্টের শ্রমিক। এদিকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উত্তরবঙ্গগামী একটি মুরগি বোঝাই ট্রাক সয়দাবাদে এসে যাত্রীবাহী অটো ভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক মারা যায় এবং আরও ৩ জন গুরুতর আহত হয়। বরিশালে ট্রাক হেলপার ও হোন্ডারোহী স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের নতুন শিকারপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় শনিবার রাতে হানিফ পরিবহন ও ট্রাকের সংঘর্ষে আবদুল্লাহ (১৭) নামের ট্রাকের এক হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। রাত সাড়ে নয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উজিরপুরের নতুন শিকারপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মহাসড়কের ওপর থামানো একটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আবদুল্লাহ মারা যায়। অন্যদিকে, পটুয়াখালী-বরিশাল মহাসড়কের বাকেরগঞ্জের রহমগঞ্জ নামক এলাকায় রবিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মামুন মীর্জাগঞ্জ এলাকার বাসিন্দা। মোটরসাইকেল চালক মামুন এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
×