ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিমটেক্সের মুনাফা বেড়েছে ৬২ শতাংশ

প্রকাশিত: ০৪:০৯, ১৯ নভেম্বর ২০১৮

 সিমটেক্সের মুনাফা বেড়েছে  ৬২ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ’১৮) নিট মুনাফা বেড়েছে ৬২ শতাংশ। কোম্পানিটির মুনাফায় এই উত্থানের পেছনে রয়েছে বিক্রয় বৃদ্ধি ও পরিচালন ব্যয় হ্রাস। সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ’১৮) অনিরীক্ষিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। এএফসি ক্যাপিটাল ও ইমপেরিয়াল ক্যাপিটালের মাধ্যমে ২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সিমটেক্স ইন্ডাস্ট্রিজ শেয়ারবাজার থেকে প্রতি শেয়ার ২০ টাকা দরে ইস্যুর মাধ্যমে মোট ৬০ কোটি টাকা সংগ্রহ করে। যে কোম্পানিটির শেয়ার দর রবিবার ৩৭.৮০ টাকায় রয়েছে। দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ৩৫ কোটি ৭৪ লাখ টাকার পণ্য বিক্রয় হয়েছে। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ২৮ কোটি ৩৫ লাখ টাকা। এ হিসাবে বিক্রয় বেড়েছে ৭ কোটি ৩৯ লাখ টাকার বা ২৬ শতাংশ। আগের বছরের প্রথম প্রান্তিকে বিক্রয়ের জন্য উৎপাদন ব্যয় হয়েছিল ২২ কোটি ৯২ লাখ টাকা। যা ছিল বিক্রয়ের ৮১ শতাংশ। আর এ বছরের প্রথম প্রান্তিকে বিক্রয়ের বিপরীতে ৮০ শতাংশ হারে উৎপাদন ব্যয় হয়েছে ২৮ কোটি ৬১ লাখ টাকা। এদিকে কোম্পানিটির বিক্রয় বাড়লেও পরিচালন ব্যয় কমেছে। এছাড়া সুদজনিত ব্যয় কমেছে। কোম্পানিটির আগের বছরের ২ কোটি ১৬ লাখ টাকার পরিচালন ব্যয় এ বছরে কমে হয়েছে ১ কোটি ৮৬ লাখ টাকা। আর ১ কোটি ৮ লাখ টাকার সুদজনিত ব্যয় এ বছর কমে হয়েছে ১ কোটি ৩ লাখ টাকা। কোম্পানিটির প্রথম প্রান্তিকে বিক্রয় থেকে উৎপাদন ব্যয়, পরিচালন ব্যয়, সুদজনিত ব্যয় ও কর সঞ্চিতি বিয়োগ শেষে নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৫৪ লাখ টাকা বা শেয়ারপ্রতি ০.৫৪ টাকা। যা আগের বছরের প্রথম প্রান্তিকে হয়েছিল ২ কোটি ১৮ লাখ টাকা বা শেয়ারপ্রতি ০.৩৩ টাকা। এ হিসাবে নিট মুনাফা বেড়েছে ১ কোটি ৩৬ লাখ টাকা বা ৬২ শতাংশ। ৬৫ কোটি ৯২ লাখ টাকার পরিশোধিত মূলধনের সিমটেক্স ইন্ডাস্ট্রিজে ১৫৯ কোটি ৯ লাখ টাকার নিট সম্পদ রয়েছে। যা শেয়ারপ্রতি হিসাবে ২৪.১৪ টাকা।
×